বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

দক্ষ শ্রমিক পাঠাতে সফলতা নেই

নিজস্ব প্রতিবেদক

দক্ষ শ্রমিক পাঠাতে সফলতা নেই

বিশিষ্ট আইনজীবী ড. শাহ্দীন মালিক বলেছেন, সরকার অভিবাসী সমস্যা নিরসনে সফলতা অর্জন করতে পারেনি। এ বছর বিদেশে পুরুষ শ্রমিক গেছে প্রায় সাড়ে ৭ লাখ এবং নারী শ্রমিকের সংখ্যা এক লাখ ৮ হাজার। এতে বোঝা যায় বিদেশে অভিবাসীর সংখ্যা বেড়েছে, কিন্তু রেমিট্যান্স বাড়েনি। বিদেশে কাজ করা দেশীয় শ্রমিকদের আয় বাড়েনি দক্ষতার অভাবে। আমরা সেসব জায়গায় দক্ষ শ্রমিক বাড়াতে পারছি না। এ জায়গায়ও সরকার তার সাফল্য দেখাতে পারেনি। গতকাল বিকালে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘আন্তর্জাতিক শ্রম অভিবাসনের গতি-প্রকৃতি-২০১৬’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন ড. শাহ্দীন মালিক। অনুষ্ঠানের আয়োজন করে রিফিউজি মাইগ্রেন্ট অ্যান্ড মুভমেন্ট রিসার্চ ইউনিট (রামরু) নামের একটি সংগঠন।

সম্মেলনে অভিবাসী সম্পর্কে বিভিন্ন তথ্য-উপাত্ত উপস্থাপন করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক তাসনীম সিদ্দিকী। তিনি জানান, বিদেশে এ বছর ৩৪ শতাংশ শ্রমিক বেড়েছে। আর নারী বেড়েছে ১৬ শতাংশ। আবার বিদেশ থেকে ফিরে এসেছে ২৭ শতাংশ। যে দেশে আমাদের সবচেয়ে বেশি জনশক্তি পাঠানো হয়েছে তার প্রথমে রয়েছে ওমান। আর চলতি বছরে সৌদি আরব দ্বিতীয় অবস্থানে রয়েছে। গত বছরের তুলনায় এ বছর প্রায় ১১ শতাংশ রেমিট্যান্স কমেছে।

সর্বশেষ খবর