শিরোনাম
শনিবার, ১৪ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

ইভিএমে হবে ডিজিটাল কারচুপি

নিজস্ব প্রতিবেদক

ইভিএমে হবে ডিজিটাল কারচুপি

রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে ক্ষমতাসীন আওয়ামী লীগ নতুন নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়ন ও ই-ভোটিং চালুর যে প্রস্তাব দিয়েছে, তার বিরোধিতা করেছে বিএনপি। গতকাল এক আলোচনা সভায় বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী দলের এই অবস্থানের কথা তুলে ধরে বলেন, ‘বর্তমান সরকার একতরফা সংসদে আইন করলে তা সবার গ্রহণযোগ্যতা পাবে না। ইভিএম  চালু করলে আরও দুর্নীতি হবে।’ রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে জাতীয়তাবাদী গণতান্ত্রিক পার্টি-জাগপা ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়। জাগপা ছাত্রলীগের সভাপতি সাইফুল আলমের সভাপতিত্বে অন্যদের মধ্যে জাগপার সহ-সভাপতি রেহানা প্রধান, মহাসচিব খন্দকার লুত্ফর রহমান, সাংগঠনিক সম্পাদক আসাদুর রহমান খান প্রমুখ বক্তব্য দেন।

রিজভী সরকারপ্রধানকে উদ্দেশ করে বলেন, ‘আপনি নিজের মতো করে যদি আইন করেন তাহলে তো সব দলের সর্বজনগ্রাহ্য নির্বাচন কমিশন গঠন হবে না। আপনি কী আইন করবেন তা নিয়ে মানুষের মনে বিরাট সন্দেহ আছে। বিএনপির অবস্থান তুলে ধরে তিনি বলেন, ‘সব দলের মতামতের ভিত্তিতে সার্চ কমিটি করে সেই সার্চ কমিটির মাধ্যমে গ্রহণযোগ্য ব্যক্তিদের নির্বাচন কমিশনে নিয়োগ দিতে হবে। আমাদের চেয়ারপারসন যে ১৩ দফা প্রস্তাব দিয়েছেন, সেখানে এর স্পষ্ট আভাস আছে। সেটিকে বিবেচনায় নিয়ে করুন। তার সঙ্গে যদি নির্বাচন কমিশনকে স্বাধীন করার জন্য আরও কিছু উপাদান যুক্ত হয়, যুক্ত হতে পারে।’

সর্বশেষ খবর