মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

জলবায়ু তহবিল বরাদ্দে রাজনৈতিক প্রভাব বেশি

নিজস্ব প্রতিবেদক

জলবায়ু তহবিল বরাদ্দে রাজনৈতিক প্রভাব বেশি

ড. ইফতেখারুজ্জামান

জলবায়ু তহবিলের অর্থ বরাদ্দে রাজনৈতিক প্রভাব বেশি কাজ করে বলে মনে করেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। তিনি মনে করেন জলবায়ু পরিবর্তনজনিত প্রকল্প বাস্তবায়নে সক্ষমতা, স্বচ্ছতা, ন্যায্য বণ্টন এবং জবাবদিহিতার অভাব রয়েছে। গতকাল টিআইবির ঢাকা কার্যালয়ে ‘প্রকল্প বাস্তবায়নে সুশাসন’ শীর্ষক এক গবেষণা প্রতিবেদন প্রকাশ করে এসব কথা বলেন ড. ইফতেখারুজ্জামান। প্রতিবেদনটি তুলে ধরেন সংস্থাটির রিসার্চ অ্যান্ড পলিসি বিভাগের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার এ এস এম জুয়েল এবং ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার নাহিদ শারমিন। এতে সভাপতিত্ব করেন টিআইবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন অ্যাডভোকেট সুলতানা কামাল। আরও উপস্থিত ছিলেন—টিআইবির উপ-নির্বাহী পরিচালক অধ্যাপক ড. সুমাইয়া খায়ের এবং রিসার্চ অ্যান্ড পলিসি বিভাগের পরিচালক মোহাম্মদ রফিকুল হাসান। ড. ইফতেখারুজ্জামান আরও বলেন, বিসিসিটি তহবিলের বরাদ্দ বৃদ্ধিসহ ট্রাস্টি বোর্ড পুনর্গঠন করা প্রয়োজন। পাশাপাশি এ তহবিলের অর্থ ব্যয়ের ক্ষেত্রে সততা ও জবাবদিহিতার মাধ্যমে প্রকল্পগুলো বাস্তবায়ন করতে হবে। প্রতিবেদনের তথ্যমতে, জলবায়ু প্রকল্প প্রণয়নে সুশাসনের ছয়টি চ্যালেঞ্জ রয়েছে। এর কোনোটিতেই কমিউনিটি পর্যায়ে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি ও প্রভাব এমনকি চাহিদা নিরূপণ কিংবা বিপদাপন্নতা বিশ্লেষণ করা হয়নি। এ সংক্রান্ত ছয়টি প্রকল্পের কোনোটিই প্রণয়নকালে জনসাধারণের অংশগ্রহণ নিশ্চিত করা হয়নি। প্রকল্প প্রস্তাবনা তৈরিতে সংশ্লিষ্ট মেয়র/জেলা পরিষদের ক্ষেত্রে প্রশাসক ও প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রকৌশলী ও পৌর সচিবের মুখ্য ভূমিকা; পাঁচটি প্রকল্পের ক্ষেত্রে কাউন্সিলরদের অংশগ্রহণ না থাকা।  প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা হিসেবে পরিবেশ ও বন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, বিসিসিটি, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের জন্য আট দফা সুপারিশ করেছে টিআইবি। সেগুলো হলো— জলবায়ু ঝুঁকি ও বিপদাপন্নতা বিবেচনায় বিভিন্ন ক্ষেত্রে দীর্ঘমেয়াদি সমাধান নিশ্চিত করার জন্য জলবায়ু তহবিল বৃদ্ধি, বিসিসিটি ট্রাস্টি বোর্ড পুনর্গঠন, স্থানীয় জলবায়ু ঝুঁকি যথাযথভাবে যাচাই করে প্রকল্প অনুমোদন, বিসিসিটি’র ভূমিকা পরিমার্জন, সক্ষমতা বৃদ্ধি, নীতিমালা প্রণয়ন এবং আইন ও নির্দেশিকা পরিমার্জন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর