মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

তৃতীয় রাজনৈতিক শক্তিই ভারসাম্য আনবে

নিজস্ব প্রতিবেদক

তৃতীয় রাজনৈতিক শক্তিই ভারসাম্য আনবে

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, তৃতীয় রাজনৈতিক শক্তিই বর্তমান দ্বিদলীয় বিবদমান রাজনৈতিক পরিস্থিতিতে ভারসাম্য আনতে পারে। এ জন্য দুই জোটবহির্ভূত সব রাজনৈতিক দল, পেশাজীবী ও সুশীল সমাজকে নিয়ে তৃতীয় রাজনৈতিক শক্তি গড়ে তোলার আহ্বান জানান তিনি। আগামী ২ মার্চ স্বাধীনতার পতাকা উত্তোলন দিবস পালন ও ২৩ মার্চ সোহরাওয়ার্দী  উদ্যানে জেএসডির জনসভা উপলক্ষে গঠিত প্রস্তুতি কমিটির সভায় গতকাল তিনি এ আহ্বান জানান। রাজধানীতে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন প্রস্তুতি কমিটির আহ্বায়ক তানিয়া ফেরদৌসী। বক্তব্য রাখেন জেএসডি সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, এম এ গোফরান, আতাউল করিম ফারুক, সিরাজ মিয়া, শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, আনোয়ার হোসেন, কামাল উদ্দিন পাটোয়ারী, মোশারফ হোসেন, আবদুর রাজ্জাক রাজা প্রমুখ। আ স ম রব এ অঞ্চলের উন্নয়ন নিশ্চিত করার জন্য বাংলাদেশ, ভারতের উত্তর-পূর্বাঞ্চল, নেপাল, ভুটান, চীনের কুনমিং ও মিয়ানমারের দক্ষিণ-পশ্চিমাঞ্চল নিয়ে উপ-আঞ্চলিক সহযোগিতা জোট গড়ে তোলার আহ্বান জানান।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর