শিক্ষকদের ৬ আর শিক্ষার্থীদের ১১ দফা দাবির আন্দোলনে স্থবির কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম। গতকাল ক্লাস-পরীক্ষার দাবিতে প্রশাসনিক ভবনের মূল ফটক ও বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
শিক্ষক ও শিক্ষার্থীরা বলছেন, সংকট নিরসনে বিশ্ববিদ্যালয় প্রশাসন কার্যকর কোনো উদ্যোগ নিচ্ছে না। সংশ্লিষ্ট সূত্র জানায়, গভীর রাতে শিক্ষকের বাসায় হামলার রহস্য উদ্ঘাটন করে দ্রুত দোষীদের বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা, ১ আগস্ট ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে খালিদ সাইফুল্লাহ হত্যার বিচার, শিক্ষক লাঞ্ছনায় অভিযুক্ত শিক্ষক এম শরীফুল করীমকে সব পদ থেকে অব্যাহতিসহ ৬ দফা দাবিতে চার দিন ধরে টানা আন্দোলন করছেন শিক্ষকরা। এ ছাড়া ক্লাস-পরীক্ষা চালুসহ ১১ দফা দাবিতে শিক্ষার্থীরাও আন্দোলনে নেমেছেন। তারা গতকাল দুপুর ১২টার দিকে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেন। এতে ভবনে অবস্থানরত উপাচার্যসহ শিক্ষকরা অবরুদ্ধ হয়ে পড়েন। সব মিলিয়ে স্থবির হয়ে পড়েছে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থী বলেন, ক্লাস-পরীক্ষার দাবি নিয়ে শিক্ষকদের সঙ্গে কথা বললে তারা উপাচার্যের ওপর দোষ চাপিয়ে দেন। আবার উপাচার্যের কাছে দাবি নিয়ে গেলে তিনি শিক্ষকদের ওপর দোষ চাপান। তবে ক্লাস-পরীক্ষা চালুর ব্যাপারে কার্যকর কোনো উদ্যোগ নিতে প্রশাসনকে আগ্রহী দেখা যাচ্ছে না। উল্লেখ্য, গতকাল রাত পৌনে ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত এসব বিষয় নিয়ে উপাচার্যের সঙ্গে শিক্ষক ও ছাত্র প্রতিনিধিদের সভা চলছিল।