শুক্রবার, ২৭ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা
ছাত্র ও যুবদলের বিক্ষোভ

তারেকের বিরুদ্ধে পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জামিন বাতিল করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। গতকাল ঢাকার বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠ-সংলগ্ন তিন নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদার এ আদেশ দেন। তারেক রহমানের আইনজীবী জয়নাল আবেদিন মেজবাহ এ তথ্য জানিয়েছেন। প্রতিবাদে জাতীয়তাবাদী ছাত্রদল ও যুবদল সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে। আইনজীবী জয়নাল আবেদিন মেজবাহ বলেন, ‘জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় তারেক রহমান হাই কোর্ট থেকে জামিনে ছিলেন। আজ (গতকাল) এ মামলার আসামিদের আত্মপক্ষ সমর্থনের শুনানির দিন ধার্য ছিল। শুনানির দিন তিনি হাজির না থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেয়। এ মামলায় আজ দুজন আসামি আত্মপক্ষ সমর্থন করেছেন। ওই দুজন হলেন সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল (ইকোনো কামাল) ও ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ।’ একই মামলায় খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের জন্য আগামী ৩০ জানুয়ারি দিন ধার্য করে আদালত বলেছে, সেদিন তিনি আদালতে হাজির না হলে তার জামিনও বাতিল করা হবে। আর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার অসমাপ্ত বক্তব্য উপস্থাপনের শুনানির জন্য আগামী ২ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়েছে।

যুবদল-ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচি : বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে যুবদল ও ছাত্রদল। বিএনপির অঙ্গসংগঠন দুটি গতকাল পৃথক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করে। যুবদলের বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনটি আজ সারা দেশে থানায় থানায়, আগামীকাল শনিবার জেলায় জেলায় এবং এর পরের দিন রবিবার ঢাকা মহানগরসহ বিভাগীয় শহরগুলোতে বিক্ষোভ কর্মসূচি পালন করবে। অন্যদিকে আগামীকাল সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রদল। সংগঠনটি কাল দেশের সব জেলা, মহানগর ও বিশ্ববিদ্যালয়ে এ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে। গ্রেফতারি পরোয়ানা জারির নিন্দা জানিয়ে ছাত্রদলের সভাপতি রাজীব আহসান ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান এক যুক্ত বিবৃতিতে বলেন, তারেক রহমান ক্ষমতাসীনদের ভয়ঙ্কর প্রতিহিংসা ও অপপ্রচারের শিকার। আইন-আদালত আর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করে সরকার তারেক রহমানকে নাজেহাল করার চেষ্টা করছে।

সর্বশেষ খবর