শিরোনাম
শুক্রবার, ২৭ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

বিতর্কিত করলে বিএনপির ক্ষতি

নিজস্ব প্রতিবেদক

বিতর্কিত করলে বিএনপির ক্ষতি

ইসি নিয়োগে রাষ্ট্রপতি গঠিত সার্চ কমিটি নিয়ে বিএনপির প্রতিক্রিয়ার সমালোচনা করে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, এটাকে বিতর্কিত করলে ক্ষতিটা কিন্তু বিএনপিরই হবে। কারণ পরবর্তীকালে দেখা যাবে যেটাকে বিতর্কিত করেছেন তার অধীনেই তারা নির্বাচনে গেছে। গতকাল ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত মাসাতো ওয়াতানাবির সঙ্গে সচিবালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের  জবাবে বাণিজ্যমন্ত্রী আরও বলেন, আমরা যেটাই করি, সেটারই বিরোধিতা করে বিএনপি। তোফায়েল বলেন, একটা কাজ করা যেতে পারত— বিএনপি সার্চ কমিটির একটা লিস্ট দিত সেটা যদি রাষ্ট্রপতি করতেন তাহলে হয়ত তারা খুশি হতেন। কিন্তু সেটা তো বাস্তবসম্মত না। নতুন গঠিত সার্চ কমিটি নিরপেক্ষ হয়েছে বলেই মনে করেন আওয়ামী লীগের এই বর্ষীয়ান নেতা। রাষ্ট্রপতি সকলের সঙ্গে আলোচনা করেছেন এবং ছয়জন নিরপক্ষে ব্যক্তির সমন্বয়ে এই সার্চ কমিটি গঠন করেছেন। আমি মনে করি নিরপেক্ষ সার্চ কমিটি গঠন করা হয়েছে। সার্চ কমিটির বিরোধিতা করলেও এই কমিটি যে নির্বাচন কমিশন গঠন করবে তার অধীনেই বিএনপি নির্বাচনে যাবে বলে বিশ্বাস করেন তোফায়েল আহমেদ।

যে কোনো সময়ের চেয়ে ভালো আছে দেশ : এর আগে ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক প্রসঙ্গে মন্ত্রী বলেন, হলি আর্টিজানের ঘটনায় ৭ জন জাপানি বন্ধুর জীবন চলে গেছে সেজন্য আমরা দুঃখ প্রকাশ করেছি। কিন্তু এখন বাংলাদেশের অবস্থা সম্পূর্ণ স্বাভাবিক। কালো অন্ধকারটা কেটে গেছে— এমন মন্তব্য করে মন্ত্রী বলেন, কয়েকটি সন্ত্রাসী হামলার ঘটনা সরকার ভালোমতো মোকাবিলার পর অতীতের যে কোনো সময়ের থেকে দেশ ভালো ও শান্তিপূর্ণ অবস্থানে রয়েছে।

সর্বশেষ খবর