শুক্রবার, ২৭ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

বাংলাদেশের প্রশংসায় ত্রিপুরার রাজ্যপাল

কলকাতা প্রতিনিধি

বাংলাদেশের প্রশংসায় ত্রিপুরার রাজ্যপাল

যথাযথ মর্যাদার সঙ্গে ৬৮তম প্রজাতন্ত্র দিবস পালন করা হচ্ছে উত্তর-পূর্ব ভারতের ছোট্ট রাজ্য ত্রিপুরাতেও। গতকাল সকালে ত্রিপুরার রাজধানী আগরতলায় আসাম রাইফেলস ময়দানে জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্যটির রাজ্যপাল তথাগত রায়। এ সময় তিনি বলেন ‘আমাদের রাজ্য (ত্রিপুরা) সমৃদ্ধির পথে এগোচ্ছে এবং এই রাজ্যের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল। প্রত্যেকটি সাধারণ মানুষেরই উচিত  এই সমৃদ্ধির সঙ্গে শামিল হওয়া।’ বাংলাদেশকে একটি বন্ধু প্রতিবেশী উল্লেখ করে তথাগত রায়  বাংলাদেশ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের প্রশংসা করে বলেন, ‘এই দেশ আমাদেরকে চট্টগ্রাম সমুদ্র বন্দর এবং আশুগঞ্জ নদী বন্দর ব্যবহারের অনুমতি দিয়েছে। এছাড়াও ত্রিপুরাকে আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়ে হিসেবে তুলে ধরতে বঙ্গোপসাগরের নিচ দিয়ে ব্যান্ডউইথ পরিসেবা দিতেও সহায়তা করেছে বাংলাদেশ’।

সর্বশেষ খবর