শুক্রবার, ২৭ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

সার্চ কমিটির নামে ফার্স কমিটি

নিজস্ব প্রতিবেদক

সার্চ কমিটির নামে ফার্স কমিটি

নির্বাচন কমিশন গঠনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের ভিত্তিতে সার্চ কমিটি গঠনের নামে ফার্স কমিটি গঠন করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, রাষ্ট্রপতির সার্চ কমিটি গঠনের উদ্যোগ নিয়ে জাতি আশাবাদী হয়েছিল। কিন্তু বুধবার ঘোষিত সার্চ কমিটির মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে, সরকার আবারও একটা ৫ জানুয়ারি মার্কা নির্বাচন করতে চায়। এই কমিটি ভালো কিছু দিতে পারবে না। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ ইয়থ ফোরামের মানববন্ধনে তিনি এসব কথা বলেন। বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক শরীফুল আলমের মিথ্যা মামলা প্রত্যাহারসহ তার নিঃশর্ত মুক্তির দাবিতে এ কর্মসূচি পালন করা হয়। আয়োজক সংগঠনের সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে এবং শাহবাগ থানা কৃষক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের পরিচালনায় মানববন্ধনে বিএনপি নেতা আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ, খালেদা ইয়াসমিন, কাজী মনিরুজ্জামান মনির প্রমুখ বক্তব্য দেন। নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে ঘোষিত সার্চ কমিটি প্রসঙ্গে শামসুজ্জামান দুদু আরও বলেন, ‘এই কমিটির কাছ থেকে আমরা ভালো কিছু আশা করতে পারি না। এই কমিটি নিয়ে বিএনপি হতাশ ও ক্ষুব্ধ।’ দলের এই ভাইস চেয়ারম্যান বলেন, বিএনপি আবার রাজপথে নামবে, যখন দেখবে আলোচনার আর কোনো সুযোগ নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে তিনি বলেন, ৫ জানুয়ারি মার্কা আরেকটি নির্বাচনের স্বপ্ন দেখবেন না। তাহলে সেই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে।

সর্বশেষ খবর