শনিবার, ২৮ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

বিএনপি এখন নালিশ পার্টি : কাদের

নিজস্ব প্রতিবেদক, বগুড়া ও সিরাজগঞ্জ প্রতিনিধি

বিএনপি এখন নালিশ পার্টি : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন কমিশন নিয়ে বিদেশিদের নাক গলানোর প্রয়োজন নেই। রাষ্ট্রপতি যে সার্চ কমিটি গঠন করেছেন তাদের কেউ আওয়ামী লীগ করেন না, তারা নিরপেক্ষ। তিনি বলেন, বিএনপি এখন নালিশ পার্টি। তারা বিদেশিদের কাছে নালিশ করে এম এ আজিজ মার্কা নির্বাচন কমিশন চায়। বিএনপির গণতন্ত্র হলো কারফিউ গণতন্ত্র। ওবায়দুল কাদের বলেন, ২১ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়েছে। তার পরও বিএনপি নেত্রীর ছেলে কোকোর মৃত্যুতে শেখ হাসিনা সমবেদনা জানাতে গিয়েছিলেন। কিন্তু তাকে বাড়িতে প্রবেশ করতে দেওয়া হয়নি। তিনি বলেন, ‘বিদেশি শক্তির ওপর আওয়ামী লীগ বিশ্বাস করে না। আওয়ামী লীগ জনগণের দল। আমরা মেরুদণ্ডহীন জাতি নই, জনগণ যে রায় দেবে তা মেনে নেব।’ ওবায়দুল কাদের বলেন, বগুড়া খালেদা জিয়া ও তারেক রহমানের ঘাঁটি হলেও এখানে জোট সরকারের সময় তেমন উন্নয়ন হয়নি। ধানের শীষ এখন পেটের বিষ হয়ে দাঁড়িয়েছে। বিএনপি বগুড়ার মানুষকে মুলা ও কলা দেখিয়েছে। বিএনপি প্রতারণা করেছে। উন্নয়ন করেছেন শেখ হাসিনা। তিনি বলেন, গাজীপুর থেকে এলেঙ্গা পর্যন্ত ১২ হাজার কোটি টাকা ব্যয়ে ফোর লেন সড়ক হচ্ছে। এলেঙ্গা থেকে রংপুর পর্যন্ত ফোর লেন সড়ক হবে। বগুড়ার মানুষ তখন খুব সহজেই রাজধানীতে যাতায়াত করতে পারবে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দল ভারী করার জন্য খারাপ লোককে দলে আশ্রয় দেবেন না। পরগাছার দরকার নেই। বসন্তের কোকিলের দরকার নেই। ক্ষমতায় এলে বসন্তের কোকিল আসবে। আবার ক্ষমতা চলে গেলে ওরা হারিয়ে যাবে। তাই কোকিলদের দলে দরকার নেই। গতকাল বিকাল ৩টায় বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা আওয়ামী লীগের কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মমতাজ উদ্দিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এমপি, বগুড়া-১ আসনের সংসদ সদস্য আবদুল মান্নান, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি ও বিএম মোজাম্মেল হক এমপি, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি, দলের কেন্দ্রীয় নেতা এস এম কামাল হোসেন, বগুড়া-৫ আসনের এমপি হাবিবর রহমান, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাহমুদ হাসান রিপন, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন। এ ছাড়া বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনুসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।

বগুড়ায় ৩৫ যুবক আটক : বগুড়ায় আ.লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কর্মিসভায় যাওয়ার সময় সারিয়াকান্দিতে দলের ভিন্ন গ্রুপ সমর্থক ৩৫ জন যুবককে আটক করেছে পুলিশ। গতকাল দুপুরে স্থানীয় সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে তাদের আটক করে। বগুড়ার সারিয়াকান্দি থানার ওসি এএসএম ওয়াহেদুজ্জামান বলেন, কর্মিসভার নাম করে কেউ যেন বিশৃঙ্খলা না করতে পারে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে তাদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। এদিকে সিরাজগঞ্জে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, বিএনপি নিয়ে ভাবার দরকার নেই। তারা ঘরে বসে শুধু নালিশ করে যাচ্ছে। তারা শুধু আন্দোলনের ডাক দেয়। রোজার ঈদ এলে বলে কোরবানির পর আন্দোলন, কোরবানির পর বলে পরীক্ষার পর। যদি তাদের কেন্দ্রীয় কমিটির ৫৮৬ জনও মাঠে নামত তবুও বলতাম তারা মাঠে আছে।  গতকাল বেলা ১১টার দিকে সিরাজগঞ্জের কড্ডার মোড় এলাকায় জেলা আওয়ামী লীগ আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, স্টেজে লোক কমান। জনসভার মঞ্চ দেখে মনে হয় কর্মী কমে গেছে, নেতা বেড়ে গেছে। মাঝে মাঝে মনে হয় বাংলাদেশ বুঝি নেতা উৎপাদনের কারখানা।

সর্বশেষ খবর