সোমবার, ৩০ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

নাম দেওয়া নিয়ে দোটানায় রাজনৈতিক দলগুলো

ইসি গঠন ইস্যুতে বিশিষ্টজনদের সঙ্গে সার্চ কমিটির সংলাপ আজ
পাঁচ সদস্যের নাম দেবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক

নতুন নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির কাছে পছন্দের ব্যক্তিদের নাম দেওয়া নিয়ে দোটানায় রয়েছে রাজনৈতিক দলগুলো। কাল বেলা ১১টার মধ্যে ৩১টি রাজনৈতিক দলকে পাঁচটি করে নাম দিতে বলা হলেও অনেক দল এখনো প্রস্তুতিই নেয়নি। আওয়ামী লীগ বলেছে, রাষ্ট্রপতি যা করবেন তাই মেনে নেব। এদিকে, সার্চ কমিটির আহ্বানে সাড়া দিয়ে নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনের লক্ষ্যে ৫ সদস্যের নাম দেবে বিএনপি। দলের স্থায়ী কমিটির  বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে জাতীয় পার্টি নামের তালিকা দেবে বলে জানিয়েছে। নতুন নির্বাচন কমিশনের নাম অনুসন্ধানের জন্য সার্চ কমিটির হাতে সময় আছে আর মাত্র সাত দিন। তাই নির্বাচন কমিশন গঠন নিয়ে পরামর্শ করতে আজ ১২ জন বিশিষ্ট নাগরিকের সঙ্গে সংলাপে বসবেন কমিটির সদস্যরা। আজ বিকাল ৪টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এ সংলাপের আয়োজন করা হয়েছে। কমিটির প্রথম সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেছিলেন, যে ৩১টি দল সংলাপে অংশ নিয়েছে তাদের ৩১ জানুয়ারি বেলা ১১টার মধ্যে পাঁচটি করে নাম প্রস্তাব করতে বলা হয়েছে। সংলাপ আজ : হাই কোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি আবদুর রশিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, সাবেক ইউজিসি চেয়ারম?্যান অধ্যাপক এ কে আজাদ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এস এম এ ফায়েজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, সাবেক প্রধান নির্বাচন কমিশনার ড. এটিএম শামসুল হুদা, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম. সাখাওয়াত হোসেন, সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) নুরুল হুদা, আইনজীবী সুলতানা কামাল, স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ ও সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদক ড. বদিউল আলম মজুমদারকে আলোচনায় আমন্ত্রণ জানানো হয়েছে। নতুন নির্বাচন কমিশনের নাম সুপারিশের জন্য নির্ধারিত ১০ কার্যদিবস অর্থাৎ ৮ ফেব্রুয়ারির মধ্যে সার্চ কমিটির সব কার্যক্রম শেষে আগামী ১৪ ফেব্রুয়ারির মধ্যেই নতুন কমিশন পাওয়া যাবে বলে আশা করছেন মন্ত্রিপরিষদ সচিব।

নাম দেওয়া নিয়ে দোটানা : নাম চাওয়া হলেও তা পাঠাবে না বলে জানিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলটি মনে করে, তারা নাম দিলে এবং পরবর্তীতে গঠিত ইসির সদস্যদের সেই নাম মিল থাকলে আবার বিতর্ক ও আন্দোলন শুরু করবে রাজপথের বিরোধী দল বিএনপি। ফলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সার্চ কমিটির মতামতের ভিত্তিতে যে কমিটি গঠন করে দেবেন—সেই সিদ্ধান্তকেই স্বাগত জানাবে ক্ষমতাসীন দলটি। নাম প্রকাশ না করার শর্তে দলের দুজন প্রেসিডিয়াম সদস্য ও একজন যুগ্ম সাধারণ সম্পাদক গতকাল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, সার্চ কমিটির এই উদ্যোগকে স্বাগত জানাই। এটি ভালো উদ্যোগ। এই কর্মপদ্ধতি নতুন ইসি গঠনে নাম প্রস্তাবের ক্ষেত্রে সার্চ কমিটির জন্য সহায়ক হবে। রাষ্ট্রপতি একজন বিজ্ঞ রাজনৈতিক ও দক্ষ মানুষ। তিনি যে সিদ্ধান্ত গ্রহণ করবেন সেটাকেই আমরা স্বাগত জানাব। এদিকে গতকাল রংপুরে একই ধরনের বক্তব্য দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, মহামান্য রাষ্ট্রপতির প্রতি আমরা শ্রদ্ধাশীল। নির্বাচন কমিশন (ইসি) গঠনে সার্চ কমিটির প্রস্তাবিত নাম ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ যে সিদ্ধান্ত নেবেন আমরা তা মেনে নেব। নির্ধারিত সময়ে মধ্যেই নাম জমা দিতে চায় জাতীয় পার্টি। দলের কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বাংলাদেশ প্রতিদিনকে জানান, জাতীয় পার্টি নামের তালিকা নির্ধারিত সময়ের মধ্যে জমা দেবে। তবে এখনো এ নিয়ে পার্টিতে কোনো বৈঠক বা প্রাথমিক তালিকা হয়নি। পার্টির চেয়ারম্যান বর্তমানে রংপুরে অবস্থান করছেন। তিনি ঢাকা ফিরলে এ নিয়ে বৈঠক হবে। সার্চ কমিটিতে ৫ জনের নাম পাঠাবে গণতন্ত্রী পার্টি। গতকাল সন্ধ্যায় দলীয় কার্যালয়ে বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য ডা. শহিদুল্লাহ সিকদার, সাধারণ সম্পাদক ডা. শাহাদৎ হোসেন, প্রেসিডিয়াম সদস্য মাহমুদুর রহমান বাবু প্রমুখ। জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ একাংশের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া নির্বাচন কমিশন গঠনের বিষয়ে সার্চ কমিটির কাছে তার দলের পক্ষ থেকে নাম প্রস্তাব করবেন বলে জানিয়েছেন। আজ দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত নেবেন বলে জানান তিনি। একই কথা বলেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ অপর অংশের সাধারণ সম্পাদক শিরীন আখতার। তিনি বলেন, কমিটির কাছে নাম প্রস্তাব করার বিষয়ে দলে আলাপ আলোচনা করছি। নির্দিষ্ট সময়ের মধ্যেই আমরা নাম প্রস্তাব করব। তবে নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির কাছে নাম প্রস্তাব করবে না জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি। জেএসডি সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন বলেন, আমরা কারও নাম প্রস্তাব করব না। আমরা চাই নির্বাচন ব্যবস্থার আমূল পরিবর্তন। বর্তমান ব্যবস্থায় অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে বলে মনে করি না। সিপিবি মন্ত্রিপরিষদ বিভাগের এক চিঠির জবাবে জানিয়েছে, নাম জমা দেওয়া রাজনৈতিক দলের কাজ নয়। বরং এ নিয়ে প্রশ্ন উঠতে পারে। ফলে সিপিবি কোনো নাম জমা দেবে না। সিপিবির সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ স্বাক্ষরিত ওই চিঠিতে এসব কথা বলা হয়। অন্যদিকে সার্চ কমিটির কাছে নাম পাঠাবে ওয়ার্কার্স পার্টি। এ দলের পলিটব্যুরোর সদস্য আনিসুল ইসলাম মল্লিক বলেন, রাজনৈতিক দলের কাছে নাম চেয়েছে এ জন্য আমরা সার্চ কমিটিকে ধন্যবাদ জানাই। আজ দলের বৈঠকে আলোচনার পর তাদের পক্ষ থেকে সার্চ কমিটিতে নাম প্রস্তাব করবেন বলে জানান তিনি। ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ বলেন, আমরা নামের তালিকা পাঠাব কিনা এ জন্য আজ সোমবার সন্ধ্যায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে সভা আহ্বান করা হয়েছে। তরীকত ফেডারেশনের মহাসচিব লায়ন এম এ আউয়াল বলেন, আমরা নির্ধারিত সময়ের মধ্যেই নামের তালিকা পৌঁছে দেব। বাংলাদেশ খেলাফত মজলিসের নাম দেওয়ার বিষয়ে আজিজুল হক হেলাল বলেন, নামের তালিকা পাঠাবে কিনা এখনো সিদ্ধান্ত হয়নি। সার্চ কমিটির উচিত নিরপেক্ষ লোক খুঁজে বের করা। রাজনৈতিক দলগুলো নামের তালিকা পাঠালে প্রতিটি দল নিজেদের মতাদর্শের লোকের নাম পাঠাবে, তাতে নিরপেক্ষতা বজায় থাকবে না। জমিয়তে উলামায়ে ইসলামের নির্বাহী সভাপতি মুফতি ওয়াক্কাস বলেন, আজ ২০-দলীয় জোটের বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকেই আমরা সিদ্ধান্ত নেব। বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমির মুজিবুর রহমান হামিদী বলেন, গতকাল পর্যন্ত নামের তালিকা দেওয়ার চিঠি আমাদের কাছে এসে পৌঁছায়নি। আমরা চিঠি পেলে অবশ্যই নামে তালিকা পাঠাব। ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ বলেন, আমরা নামের তালিকা পাঠানোর প্রস্তুতি নিচ্ছি। ২০-দলীয় জোটের শরিক খেলাফত মজলিস আজকের বৈঠক শেষে এ নিয়ে সিদ্ধান্ত নেবে। বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সহকারী দফতর সচিব মো. আবদুল হাকিম জানান, নামের তালিকা পাঠানোর প্রস্তুতি চলছে।

পাঁচ সদস্যের নাম দেবে বিএনপি : এদিকে রাতে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন জানিয়েছেন, সার্চ কমিটির আহ্বানে সাড়া দিয়ে নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনের লক্ষ্যে ৫ সদস্যের নাম দেবে বিএনপি। দলের স্থায়ী কমিটির  বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, স্থায়ী কমিটির বৈঠকে সার্চ কমিটিকে নাম দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। নির্বাচন কমিশন গঠনে বিএনপি নাম দেবে সার্চ কমিটিকে।  

বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, স্থায়ী কমিটির বৈঠকে সার্চ কমিটির কাছে নাম দেওয়ার বিষয়টি আলোচনা হয়েছে। বৈঠক মুলতবি রয়েছে। সোমবার আপনারা সব জানতে পারবেন। এ দিন সন্ধ্যায় এ বৈঠক আবার অনুষ্ঠিত হবে।

এর আগে গতকাল রাত সাড়ে ৯টায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সভাপতিত্বে তার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ  হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, তরিকুল ইসলাম, সাবেক  সেনাপ্রধান মাহবুবুর রহমান, ড. আবদুল মঈন খান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায় উপস্থিত ছিলেন।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান জানান, অসুস্থ থাকার কারণে এম কে আনোয়ার ও ব্যারিস্টার জমির উদ্দিন সরকার এবং বিদেশে থাকায় আমীর খসরু মাহমুদ চৌধুরী বৈঠকে অংশ নিতে পারেননি।

বিএনপিতে ছয় নাম নিয়ে আলোচনা : নামের তালিকা পাঠানোর ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নিতে পারেনি বিএনপি। গতকাল রাতে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সভাপতিত্বে তার গুলশানের কার্যালয়ে এর পক্ষে-বিপক্ষে দীর্ঘ যুক্তিতর্ক উপস্থাপন শেষে কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয় বিএনপির স্থায়ী কমিটির বৈঠক। এতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। বৈঠকে যে কয়েকজন বিশিষ্ট ব্যক্তির নাম আলোচনায় উঠে আসে তাদের মধ্যে একজন সাবেক সেনাপ্রধান ও একজন সাবেক সচিব-সহ নাগরিক সমাজের দুজন বিশিষ্ট মহিলা এবং বেশ কয়েকজন ব্যক্তির নাম রয়েছে। জানা গেছে, বিএনপি যদি সার্চ কমিটির কাছে নাম প্রস্তাব করে সেক্ষেত্রে— ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. ফায়েজ আহমেদ, বিশিষ্ট আইনজীবী ড. শাহদীন মালিক, টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান ও স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. দিলারা চৌধুরী ও বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রেজওয়ানা হাসানের নাম নতুন নির্বাচন কমিশনের জন্য প্রস্তাব দেবে বলে বিএনপির শীর্ষ নেতারা জানিয়েছেন।

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক : গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গতকাল রাতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। বৈঠকে নির্বাচন কমিশন (ইসি) গঠনের জন্য সার্চ কমিটির কাছে নাম প্রস্তাবের বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকে দলের সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, তরিকুল ইসলাম, নজরুল ইসলাম খান, ড. মঈন খান, মির্জা আব্বাসসহ অধিকাংশ স্থায়ী কমিটির সদস্য উপস্থিত ছিলেন। রাত ১১টার দিকে বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবীর খান জানান, বৈঠক হয়েছে। তবে এর বেশি কিছু তিনি জানাতে চাননি। এর আগে দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ জানিয়েছিলেন, নির্বাচন কমিশন পুনর্গঠনে সার্চ কমিটির কাছে বিএনপি নাম দেবে কি না- সে বিষয়ে রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে।

সর্বশেষ খবর