সোমবার, ৩০ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

আরও ৮ সেন্টারে ই-টোকেন ছাড়া ভারতীয় ভিসা

কূটনৈতিক প্রতিবেদক

ভারতে ভ্রমণেচ্ছু বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার আরেকটি পদক্ষেপ হিসেবে সারা দেশে থাকা ৮টি ভিসা সেন্টারে ই-টোকেন ছাড়াই আবেদন জমার সুযোগ তৈরি করা হয়েছে। তবে এজন্য বিমান, রেল বা বাসের নিশ্চিত  টিকিট থাকতে হবে। পয়লা ফেব্রুয়ারি থেকে ইন্ডিয়ান ভিসা এপ্লিকেশন সেন্টার (আইভিএসি)-এর রাজশাহী, রংপুর, সিলেট, চট্টগ্রাম, খুলনা, যশোর, ময়মনসিংহ এবং বরিশাল শাখায় এ প্রক্রিয়া শুরু হবে। ঢাকার আবেদনকারীরা আইভিএসি মিরপুর শাখায় ট্যুরিস্ট ভিসার আবেদনপত্র জমা দিতে পারবেন। আবেদনকারীদের তাদের নিশ্চিত ভ্রমণ টিকিট নিয়ে সরাসরি সেন্টারে উপস্থিত হতে হবে। ভ্রমণের তারিখ হতে হবে আবেদনের এক মাসের মধ্যে। ঢাকার ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। হাইকমিশন জানিয়েছে, এই প্রক্রিয়াটি ভারতের ভিসা প্রাপ্তি প্রক্রিয়া চলমান ও সহজীকরণের একটি ধারাবাহিক প্রচেষ্টা। ২০১৬ সালের অক্টোবরে নারী ও তাদের পরিবারের সদস্যদের জন্য প্রথম সরাসরি ট্যুরিস্ট ভিসা স্কিম চালু করা হয়। গত পয়লা জানুয়ারি থেকে এটি সব বাংলাদেশি ভ্রমণকারীর জন্য বর্ধিত করা হয়। এই প্রক্রিয়ার মূল উদ্দেশ্য ভারত এবং বাংলাদেশের মানুষের মধ্যে যোগাযোগ দৃঢ় করা।

সর্বশেষ খবর