শিরোনাম
মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

আদালতে বাকবিতণ্ডা আইনজীবীদের

সময় পেলেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আগামী ২ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনে অসমাপ্ত বক্তব্য দেওয়ার দিন ধার্য করেছে আদালত। দিনভর উভয় পক্ষের আইনজীবীদের বাকবিতণ্ডার পর গতকাল ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক আবু আহমেদ জমাদার এ দিন ধার্য করেন। মামলার শুনানি চলাকালে আদালতের ভিতরেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট আবদুস সালাম। আশপাশে থাকা আইনজীবীরা তাকে ধরাধরি করে প্রথমে আদালতের বাইরে নিয়ে যান এবং পরে হাসপাতালে ভর্তি করেন। তার আগে সকাল সোয়া ১০টায় গুলশানের বাসা ‘ফিরোজা’ থেকে রওনা দিয়ে বেলা ১১টা ১০ মিনিটে আদালতে পৌঁছেন বিএনপি প্রধান। শুনানির শুরুতেই খালেদা জিয়ার প্রধান আইনজীবী আবদুর রেজ্জাক খান এ মামলা পুনঃতদন্তের জন্য আবেদন করেন। আর রাষ্ট্রপক্ষে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মোশাররফ হোসেন কাজল মামলার ধার্য কার্যসূচি অনুযায়ী খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের শুনানি করতে বলেন। এরপর আসামি পক্ষের আইনজীবীরা তাদের আবেদনের পক্ষে বিভিন্ন যুক্তি-তর্ক তুলে ধরেন। শুনানির একপর্যায়ে খালেদা জিয়ার অপর আইনজীবী জয়নাল আবেদীন আদালতকে বলেন, বেগম খালেদা জিয়া কিছু খাননি। তার আইনজীবীরাও খাননি। দুই পক্ষের আইনজীবীদের বক্তব্য শেষ না হওয়ায় আদালত বেলা ১টা ৫০ মিনিটে বিরতি দিয়ে ফের আড়াইটায় আদালত বসে। খালেদা জিয়ার আরেক আইনজীবী জয়নাল আবেদীন দুই দিন সময় চেয়ে আবেদন করেন। ওই আবেদনের বিরোধিতা করে দুদকের আইনজীবী কাজল পাল্টা যুক্তি দিয়ে আজকেই খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের শুনানি শুরু করতে বলেন। এ নিয়ে দুই পক্ষের আইনজীবীর মধ্যে প্রচণ্ড বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে বিকাল পৌনে ৪টার দিকে আদালত আগামী বৃহস্পতিবার খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের শুনানির দিন ধার্য করে। একই সঙ্গে খালেদা জিয়ার পক্ষে মামলার পুনঃতদন্তের আবেদনের ওপর বিস্তারিত শুনানির সময়ও ধার্য করে ২ ফেব্রুয়ারি। এরপর বিকাল ৩টা ৫০ মিনিটে খালেদা জিয়া আদালত চত্বর ত্যাগ করেন। এর আগে গত ২৬ জানুয়ারি আদালতে খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের জন্য গতকাল সোমবার ধার্য করেছিলেন। আদালতে হাজির না থাকায় এ মামলায় তারেক রহমানের বিরুদ্ধে সেদিন গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

আদালতে হঠাৎ অসুস্থ সালাম : বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম আদালতে হঠাৎ করে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল বেগম খালেদা জিয়ার হাজিরা উপলক্ষে তার সঙ্গে বকশীবাজারের বিশেষ জজ আদালতে গিয়েছিলেন তিনি। মামলার শুনানিকালে আদালতের ভিতরে বসা অস্থায় হঠাৎ নিস্তেজ হয়ে পড়েন তিনি। এ সময় তার পাশে বসেছিলেন বিএনপি চেয়ারপারসনের আরেক উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু। তিনি জানান, ঘটনার সময় অ্যাডভোকেট আবদুস সালাম পানি খাচ্ছিলেন। হঠাৎ করে তার হাত থেকে পানির গ্লাস পড়ে যায়, তিনি চেয়ারের ওপরে পড়ে গিয়ে নিস্তেজ হয়ে পড়েন। এ সময় আদালতে হৈচৈ পড়ে যায়। আদালতের কার্যক্রম কিছুক্ষণের জন্য থেমে যায়। পরে তাকে চিকিৎসার জন্য রাজধানীর হলি ফ্যামেলি হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

সর্বশেষ খবর