মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা
আদালতে প্রতিবেদন

সাঁওতাল পল্লীর সেই আগুনে জড়িত পুলিশ

নিজস্ব প্রতিবেদক

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতাল পল্লীতে আগুন দেওয়ার ঘটনায় স্থানীয়দের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকজন সদস্য জড়িত ছিল উল্লেখ করে বিচারিক তদন্ত প্রতিবেদন হাই কোর্টে জমা দেওয়া হয়েছে। গতকাল সংশ্লিষ্ট আদালতে এই প্রতিবেদন জমা দেওয়া হয়েছে বলে একটি সূত্র নিশ্চিত করেছে। আজ মঙ্গলবার শুনানি শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

গত ১৪ ডিসেম্বর সাঁওতাল পল্লীতে আগুন দেওয়ার ঘটনায় পুলিশের জড়িত থাকার অভিযোগ তদন্ত করে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেয় হাই কোর্ট। গাইবান্ধার মুখ্য বিচারিক হাকিমের প্রতি এই নির্দেশ দেওয়া হয়। বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। পাশাপাশি ওই ঘটনায় দায়ের হওয়া দুটি এজাহারকে সমান গুরুত্ব দিয়ে তদন্তের ব্যবস্থা করতে রংপুর রেঞ্জের ডিআইজিকে নির্দেশ  দেয় হাই কোর্ট। আদেশে বলা হয়, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা এ তদন্ত করবেন। তদন্তের তত্ত্বাবধানে থাকবেন পুলিশ সুপারের নিচে নন এমন কোনো কর্মকর্তা। প্রসঙ্গত, গত ৬ নভেম্বর গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় রংপুর চিনিকলের জমিতে আখ কাটাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষে তিনজন সাঁওতাল নিহত হন। এ ঘটনায় আহত হন অন্তত ২০ জন।

সর্বশেষ খবর