বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০১৭ ০০:০০ টা
৩০০ ফুট সড়কের উভয় পাশে খাল খনন

ক্ষতিগ্রস্তদের টাকা দ্রুত পরিশোধের আশ্বাস গণপূর্তমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

কুড়িল ইন্টারসেকশন থেকে পূর্বাচলের বালু নদ পর্যন্ত ৩০০ ফুট রাস্তার দুই পাশে খাল খননের কারণে ক্ষতিগ্রস্ত লোকজনকে টাকা দ্রুততম সময়ে পরিশোধ করা হবে বলে আশ্বাস দিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক এবং ঢাকার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন। গতকাল পূর্বাচলের ১৪ নম্বর সেক্টরের ২০২ নম্বর সড়কে আয়োজিত ক্ষতিগ্রস্তদের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি এবং ক্ষতিগ্রস্তদের দাবির মুখে তারা এ প্রতিশ্রুতি দেন।

গতকাল বিকালে আয়োজিত ওই অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জিন্নাত আলী গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী, উত্তর সিটির মেয়র ও ঢাকার ডিসির দৃষ্টি আকর্ষণ করে বলেন, খাল খননের কারণে স্থানীয় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, ভূমি হারিয়েছেন, তাদের ক্ষতিপূরণের টাকা যত দ্রুত সম্ভব দিতে হবে। ক্ষতিগ্রস্ত মানুষ যেন এই টাকা নিতে গিয়ে কোনোরকম হয়রানির শিকার না হন সেদিকে বিশেষ নজর দিতে হবে। মানুষ যাতে মধ্যস্বত্বভোগীদের খপ্পরে না পড়ে সেদিকেও বিশেষ নজর দিতে হবে। তিনি বলেন, টাকা দিতে যত দেরি হবে মানুষ ততই ক্ষতিগ্রস্ত হবে, মধ্যস্বত্বভোগীরা ফায়দা লুটবে। তিনি আরও বলেন, অহেতুক আপত্তি তুলে যেন ক্ষতিগ্রস্ত মানুষকে হয়রানি না করা হয়। একই সঙ্গে মন্ত্রীর উদ্দেশে বলেন, কুড়িল থেকে মস্তুল পর্যন্ত জমির মালিকদের সমস্যা সমাধানে এখানে ডিসি অফিসের অধীনে একটি সাব অফিস তৈরি করা হোক। তাহলে মানুষের ভোগান্তি কম হবে। আর আমি কথা দিচ্ছি, সব রকম সহযোগিতা করব। ওয়ার্ড কাউন্সিলরের এই বক্তব্যের জবাবে মন্ত্রী মোশাররফ হোসেন প্রতিশ্রুতি দেন, যাদের জমি অধিগ্রহণ করা হয়েছে তাদের সব টাকা দ্রুততম সময়ের মধ্যে পরিশোধ করা হবে। শুধু তাই নয়, প্রতি সপ্তাহে এখানে এই স্থানে এসে জেলা প্রশাসকের দফতর টাকা পরিশোধ করে যাবে। আপনারা যারা ক্ষতিগ্রস্ত তারা সব কাগজপত্র নিয়ে যত তাড়াতাড়ি আসবেন তত তাড়াতাড়ি টাকা পরিশোধ করা হবে। সাব অফিসের বিষয়টি দেখা হবে বলে আশ্বাস দেন মন্ত্রী। ডুমনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম ভূঁঞা মন্ত্রী, মেয়র এবং ডিসিকে উদ্দেশ্য করে বলেন, মানুষ এলাকার উন্নয়নের জন্য সরকারকে জমি দিয়ে দিয়েছে। কিন্তু টাকা এখনো পায়নি। সেই টাকা পেতে যাতে মানুষ হয়রানির শিকার না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। দ্রুততম সময়ে টাকা পরিশোধ করতে হবে। এ সময় মেয়র আনিসুল হক ও ঢাকার ডিসি বলেন, টাকা দ্রুততম সময়েই পরিশোধ করা হবে। আপনারা জনপ্রতিনিধিরা বিশেষ নজর রাখবেন কেউ যাতে হয়রানির শিকার না হয়। প্রতি সপ্তাহে এখানে যখন টাকা পরিশোধ করা হবে তখন আপনারা উপস্থিত থাকবেন। দেখবেন যেন কোনো মধ্যস্বত্বভোগীরা সুযোগ না নেয়। তিনি বলেন, টাকা দিতে জেলা প্রশাসকের দফতরেরও কেউ যদি কোনোরকম হয়রানি করে সঙ্গে সঙ্গে আমাদের জানাবেন। ব্যবস্থা নেওয়া হবে। ডুমনি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মোমেন মিয়া মন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, আমরা চাই না সরকারের উন্নয়ন কাজ ব্যাহত হোক। ঠিক একইভাবে আমরা এটা দেখতে চাই না যে, মানুষ জমি দেওয়ার পরও টাকা নিতে গিয়ে হয়রানির শিকার হচ্ছে। দ্রুত যাতে ক্ষতিগ্রস্ত, নিরীহ লোকজনকে টাকা পরিশোধ করা হয় সেই ব্যবস্থা নিতে হবে। তার এই বক্তব্যের জবাবে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, আপনাদের এই প্রতিশ্রুতি দিচ্ছি ক্ষতিগ্রস্ত লোকজনের টাকা নিয়ে কোনো সময়ক্ষেপণ করা হবে না। দ্রুততম সময়ের মধ্যেই টাকা পরিশোধ করা হবে। আগেও বলেছি, প্রতি সপ্তাহে এখানে এসে ডিসি অফিসের কর্মকর্তারা টাকা পরিশোধ করে যাবেন। মন্ত্রীর এ বক্তব্য শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ক্ষতিগ্রস্ত স্থানীয় অনেক লোক একযোগে বলতে থাকেন মাননীয় মন্ত্রী আমরা অসহায়। এর আগেও ৩০০ ফুট রাস্তার জন্য জমি দিয়েছি। এখন দুই পাশে ১০০ ফুট খাল খননের জন্য জমি দিয়েছি। আমরা এখন নিঃস্ব। আমাদের হয়রানি করবেন না। আমরা যেন ক্ষতিপূরণের টাকাটা দ্রুত পেতে পারি দয়া করে সেই ব্যবস্থা নেন। ঢাকা উত্তর মহানগর আওয়ামী লীগের সদস্য রফিকুল ইসলাম মন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, এলএকেএসএ-এর জমির টাকা নিয়ে মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছে। এখন পর্যন্ত সেই টাকা পরিশোধ করা হয়নি। এই ভোগান্তি দ্রুত শেষ করার জন্য তিনি মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী বলেন, এই সমস্যা সমাধানে শিগগির ব্যবস্থা নেওয়া হবে। দ্রুততম সময়ের মধ্যেই এটি সমাধান করা হবে। গৃহায়ণ ও গণপূর্ত সচিব মো. শহীদ উল্লা খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ মেজর জেনারেল মো. ছিদ্দিকুর রহমান সরকার এসজিপি, এইচডিএমসি, পিএসসি, রাজউক চেয়ারম্যান এম বজলুল করিম চৌধুরী, ঢাকার ডিসি মোহাম্মদ সালাহউদ্দিন।

সর্বশেষ খবর