শনিবার, ১ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

এরশাদের আমলে জঙ্গিবাদ ছিল না

ফিরোজ রশীদ

নিজস্ব প্রতিবেদক

এরশাদের আমলে জঙ্গিবাদ ছিল না

সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের শাসনামলে জঙ্গিবাদ ছিল না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ। তিনি বলেন, এরশাদের আমলে খুন, গুম এবং প্রতিপক্ষকে ঘায়েল করার রাজনীতি ছিল না।

গতকাল রাজধানীর কলাবাগানে থানা জাপার এক কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, জাতীয় পার্টি আবার ক্ষমতায় আসলে দেশে শান্তি প্রতিষ্ঠিত  হবে। আগামী নির্বাচনে জাতীয় পার্টি একটা ফ্যাক্টর। জাতীয় পার্টিকে ছাড়া কেউ আগামীতে ক্ষমতায় যেতে পারবে না। এরইমধ্যে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী রাজনৈতিক দল ও সংগঠনগুলো নিয়ে একটি বৃহৎ জোট গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। ফলে আগামীতে জাতীয় পার্টির শক্তি আরও বেড়ে যাবে। তিনি বলেন, জাতীয় পার্টি শান্তির রাজনীতিতে বিশ্বাসী। কোনো দল বা ব্যক্তির প্রতি জাতীয় পার্টির আক্রোশের রাজনীতি করে না। কাজী ফিরোজ রশীদ বলেন, মাত্র ৫ হাজার ৮০০ কোটি টাকার বাজেট দিয়ে এরশাদ যে উন্নয়ন করেছেন, তা আজও মানুষ মনে রেখেছে। তাই মানুষ আবার এরশাদ জামানায় ফিরে যেতে চায়। থানা জাপার সভাপতি অপু সিকদারের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা ইসহাক ভূইয়া, জামাল রানা, জাহিদ হোসেন বিপ্লব, নগর নেতা শওকত হোসেন, দুর্জয় ফরাজি, আবুল কাসেম মিলন প্রমুখ।

সর্বশেষ খবর