শনিবার, ১ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

ইসলামী শিক্ষার অভাবে জঙ্গি

নিজস্ব প্রতিবেদক

ইসলামী শিক্ষার অভাবে জঙ্গি

ইসলামী শিক্ষার অভাবে জঙ্গিবাদের উত্থান হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম পীর চরমোনাই। তিনি বলেন, আজকের সমাজ নীতি-নৈতিকতাহীন, বস্তুতান্ত্রিক সফলতার চিন্তায় বিভোর। মানুষ বল্গাহীন দুর্নীতি, হত্যা, পাপাচার এবং দুুরাচারে লিপ্ত হচ্ছে। শাসকগোষ্ঠী ক্ষমতাকে লুণ্ঠনের অধিকার মনে করছে। রাজনীতিকে সেবা  নয়; বরং শোষণের হাতিয়ার বানিয়েছে। জাতি ভয়াবহ ধ্বংসের দিকে ছুটে চলছে। গতকাল সকালে রাজধানীর কাজী বশির মিলনায়তনে ইসলামী যুব আন্দোলনের প্রথম যুব কনভেনশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংগঠনের আহ্বায়ক কে এম আতিকুর রহমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিনের সঞ্চালনায় কনভেনশন অনুষ্ঠিত হয়। এ সময় আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতা প্রিন্সিপাল সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী, মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, অধ্যাপক আশরাফ আলী আকন, অধ্যাপক এটিএম হেমায়েত উদ্দিন, বিকল্প যুব ধারার সাধারণ সম্পাদক মির্জা আসাদুজ্জামান বাচ্চু, জাতীয় যুব সংহতির সদস্য সচিব ফখরুল আহসান শাহজাদা, সাংগঠনিক সম্পাদক ইঞ্জি. আশরাফুল আলম, মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, ইশা ছাত্র আন্দোলন, ইসলামী শ্রমিক আন্দোলন, ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ, ইসলামী আইনজীবী পরিষদ, জাতীয় শিক্ষক ফোরাম ও সহযোগী সংগঠন এবং বিভিন্ন যুব সংগঠনের নেতারা।

পীর চরমোনাই বলেন, চলমান সংকট মোকাবিলায় বাংলার যুব সমাজকে জেগে উঠতে হবে। জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিস্তার রোধে অবিলম্বে ধর্মহীন শিক্ষানীতি ও প্রস্তাবিত শিক্ষা আইন ২০১৬ বাতিল করে ওলামায়ে কেরাম ও ইসলামিক স্কলারদের সঙ্গে নিয়ে এগুলো সংস্কারের ব্যবস্থা নিতে হবে।

সর্বশেষ খবর