শনিবার, ১ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

কৌশল নেওয়ায় কুমিল্লায় জয়

নিজস্ব প্রতিবেদক

কৌশল নেওয়ায় কুমিল্লায় জয়

কৌশল অবলম্বন করে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে বিএনপি জয়লাভ করেছে বলে মন্তব্য করেছেন দলটির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্বাধীনতা হলে গতকাল জাতীয় গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) আয়োজিত মহান মুক্তিযুদ্ধ ও শহীদ জিয়া শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, কুমিল্লায় ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু জয়লাভ করেছেন। কিন্তু সেখানে নির্বাচনী পরিবেশ এমন ছিল যে, বিএনপির নেতা-কর্মীদের নৌকা মার্কা বুকে নিয়ে ধানের শীষে ভোট দেওয়া ছাড়া কোনো উপায় ছিল না। কারণ আইনশৃঙ্খলা বাহিনী এবং আওয়ামী লীগ নেতা-কর্মীরা সবাই জনগণের মতামতের বিরুদ্ধে ছিল। নিহত ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক নুরুল আলম নুরু হত্যাকাণ্ডের কঠোর সমালোচনা করে তিনি বলেন, তাকে গ্রেফতার করেছে পুলিশ, হত্যাও করেছে তারাই। আমরা এই হত্যাকাণ্ডের বিচারবিভাগীয় তদন্ত দাবি করছি। সংগঠনের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং এনডিপির প্রেসিডিয়াম সদস্য মঞ্জুর হোসেন ঈশার সঞ্চালনায় আলোচনা সভায় বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মাদ রহমত উল্লাহ, শহীদ জিয়া শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি কাজী মনিরুজ্জামান মনির প্রমুখ বক্তব্য রাখেন। নোমান বলেন, শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের বক্তৃতা ছিল বিরল বক্তৃতা। ইতিহাস যেটা সেটা ইতিহাসই। বিএনপির পারসেপশন থেকে বলে সেটিকে ওল্টানো যাবে না। ইতিহাস বিকৃত করার অপচেষ্টা আওয়ামী লীগ থেকেই হয়েছে অভিযোগ করে তিনি বলেন, ৭ মার্চের আগে স্বাধীনতার কথা আমরাও বলেছি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর