বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

ভারত-আমেরিকা ক্ষমতায় বসাবে না

নিজস্ব প্রতিবেদক

ভারত-আমেরিকা ক্ষমতায় বসাবে না

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপিকে উদ্দেশ করে বলেছেন, ভারত-আমেরিকা আমাদের ক্ষমতায় বসাবে না। আমাদের ক্ষমতার উৎস বাংলাদেশের জনগণ। তাই আমাদের ভারতপ্রীতিও নেই, ভারতভীতিও নেই। গতকাল বিকালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) অডিটরিয়াম শাখা ছাত্রলীগের হল সম্মেলনে  তিনি আরও বলেন, আপনারা দুঃশ্চিন্তা করবেন না। গোলামির চুক্তি আওয়ামী লীগ করে না। তিনি বলেন, জঙ্গিবাদকে মদদ দেবেন না। শেখ হাসিনাকে ঠেকাতে গিয়ে বাংলাদেশের উন্নয়নকে ঠেকাবেন না। চুক্তি প্রসঙ্গে তিনি বলেন, গঙ্গা চুক্তি যিনি করেছেন তিস্তা চুক্তিও তার হাতেই হবে। শুধু তিস্তা চুক্তিই নয়, তিস্তাসহ অন্যান্য অভিন্ন নদীর পানি বণ্টনও হবে। বুয়েট ছাত্রলীগ সভাপতি শুভ্রজ্যোতির সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ।  বক্তব্য রাখেন অধ্যাপক ড. সত্যপ্রসাদ মজুমদার, আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক প্রকৌশলী আবদুস সবুর, অধ্যাপক আবদুল জব্বার খান, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ, বর্তমান সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।

ফন্দি রুখতেই সিটিং বন্ধ : অতিরিক্ত ভাড়া আদায়ের কৌশল বন্ধ করতেই রাজধানীতে গণপরিবহনের সিটিং চলাচল বন্ধ করা হচ্ছে বলে জানিয়েছেন ওবায়দুল কাদের। গতকাল রাজধানীর মানিকমিয়া এভিনিউতে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, রাজধানীতে কোনো সিটিং, গেটলক সার্ভিস চলবে না। সিটিং বন্ধ হলে ভাড়া কমে আসবে কিনা জানতে চাইলে সেতুমন্ত্রী বলেন, ভাড়া যেটা আছে, সেটাই চলবে। তবে অতিরিক্ত ভাড়া আদায় যেন না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। পরিবহন মালিক-শ্রমিকরাও সিটিং বন্ধে আপত্তি তোলেননি জানিয়ে মন্ত্রী বলেন, মালিক-শ্রমিকরাও খুশি। তারাও চান না, সিটিংয়ের নামে অতিরিক্ত ভাড়া আদায় হোক। সিটিং সার্ভিস-গেটলক সার্ভিসের নামে অতিরিক্ত ভাড়া আদায়ের যে ফন্দি, তা বন্ধ করতেই এ ব্যবস্থা। এ সময় আরও উপস্থিত ছিলেন কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, বিআরটিএর চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলাম প্রমুখ।

সর্বশেষ খবর