বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

মেরামতকালে লাইনে বিদ্যুৎ, প্রাণ গেল চারজনের

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের হাতীবান্ধায় ছেঁড়া তার মেরামত করতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্টে মারা গেছেন চারজন। উপজেলার কাছিমবাজার গ্রামে গতকাল বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি এলাকার শামসুদ্দিনের ছেলে স্থানীয় বিদ্যুৎ টেকনিশিয়ান খোরশেদ আলম (৪৫), আজিজার রহমানের ছেলে ফেরদৌস আলম (২৮), গোলাপ মিয়ার ছেলে উকিল (২৫) ও জোনাব আলীর ছেলে কলেজছাত্র মিলটন মিয়া (২৪)। প্রত্যক্ষদর্শীরা জানান, কাছিমবাজার এলাকায় মঙ্গলবার রাতে ঝড়ে ছিঁড়ে পড়া ৩৩ হাজার ভোল্টেজের তার বিদ্যুৎ বিভাগের নির্দেশে স্থানীয় টেকনিশিয়ানরা গতকাল মেরামত শুরু করেন। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ৩৩ হাজার ভোল্টেজের লাইনে ওঠেন টেকনিশিয়ান উকিল মিয়া। এ সময় অসাবধানতাবশত হঠাৎ বিদ্যুৎ সংযোগ সচল করলে স্পৃষ্ট হন তিনি। নিচে থাকা খোরশেদ ও ফেরদৌস তাকে বাঁচানোর চেষ্টা করলে তারাও তারে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় পথচারী কলেজছাত্র মিলটন তাদের রক্ষা করতে এসে তারে জড়িয়ে পড়েন।

ভেলাগুড়ি ইউপি চেয়ারম্যান মহির উদ্দিন চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। বিদ্যুৎ বিভাগের গাফিলতির কারণেই চারটি প্রাণ ঝরে গেল। হাতীবান্ধা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ইনচার্জ প্রকৌশলী সিরাজুল ইসলাম জানান, ঝড়ের সময় জরুরি কাজে স্থানীয় টেকনিশিয়ানদের সাহায্য নেওয়া হয়। অনাকাঙ্ক্ষিত এ দুর্ঘটনার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সর্বশেষ খবর