বুধবার, ১২ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

দুর্নীতি মামলায় ফালুর খালাস বহাল

নিজস্ব প্রতিবেদক


দুর্নীতি মামলায় ফালুর খালাস বহাল

দুর্নীতি মামলায় এনটিভির চেয়ারম্যান ও বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা মোহাম্মদ মোসাদ্দেক আলী ফালুকে হাই কোর্টের দেওয়া খালাসের রায় বহাল রেখেছে আপিল বিভাগ। হাই কোর্টের রায়ের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের করা আপিল খারিজ করে গতকাল প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেত্বত্বে আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ এ রায় দেয়। আদালতে ফালুর পক্ষে ছিলেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। মামলার বিবরণে জানা যায়, ২০০৭ সালে ঢাকার আশুলিয়া থানা পুলিশ দুদক আইনে ফালুর বিরুদ্ধে এ মামলা করে। ঢাকার ৬ নম্বর স্পেশাল জজ আদালত ২০০৮ সালের ২ জুন রায় দেয়। ওই রায়ে নিম্ন আদালত ফালুকে পাঁচ বছর কারাদণ্ড এবং ৫ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেয়। ওই রায়ের বিরুদ্ধে হাই কোর্টে আপিল করেন ফালু। শুনানি শেষে হাই কোর্ট ২০১৩ সালের ২২ মে তাকে খালাস দেয়। হাই কোর্টের রায়ের বিরুদ্ধে দুদক আপিল বিভাগে আপিল করে।

 

 

সর্বশেষ খবর