বুধবার, ১৯ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

রক্ত দিয়ে চিঠি মোদিকে

প্রতিদিন ডেস্ক

রক্ত দিয়ে চিঠি মোদিকে

চাকরির পরীক্ষায় পাস করেও চাকরি মেলেনি। আড়াই বছর ধরে অপেক্ষা করছেন ভারতের হরিয়ানার জেবিটি শিক্ষকরা। তাই এক রকম বাধ্য হয়েই নিয়োগ লাভের জন্য দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হস্তক্ষেপ দাবি করে রক্ত দিয়ে চিঠি লিখলেন তারা। আর এ চিঠি লেখার ক্ষেত্রে কমপক্ষে ১৫ জন শিক্ষক তাদের রক্ত দিয়েছেন। খবর হিন্দুস্থান টাইমস।  জেবিটি শিক্ষক সমিতির সভাপতি কিশোর জওয়ালিয়া জানিয়েছেন, ২০১৪ সালে শিক্ষক নিয়োগের পরীক্ষায় পাস করে তালিকায় নাম উঠেছে তাদের। কিন্তু আড়াই বছর পরও নিয়োগপত্র পাননি। প্রতিবাদে মহেন্দ্রগড়ে শিক্ষামন্ত্রী রাম বিলাস শর্মাকে ঘেরাও করার চেষ্টাও করেছিলেন তারা। কিন্তু কাজ হয়নি। দুই বছর ধরে নিয়োগের দাবিতে লড়াই চালিয়ে যাচ্ছেন। একাধিকবার তাদের ওপর লাঠিচার্জ করা হয়েছে। সরকার দ্রুত পদক্ষেপ না দিলে বড় আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষুব্ধরা। গত বছর অমিত শাহকে কালো পতাকা দেখিয়েছিলেন শিক্ষকরা।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর