বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ইংল্যান্ডে টাইগাররা

ক্রীড়া প্রতিবেদক

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার জন্য ইংল্যান্ডের উদ্দেশে গতকাল মধ্যরাতে ঢাকা ছাড়ার কথা মাশরাফিদের। ফ্লাইট ছিল রাত ১টায়। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে ১ জুন থেকে। তার আগে আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে ত্রিদেশীয় সিরিজে অংশ নেবে বাংলাদেশ। ইউরোপের আবহাওয়ার সঙ্গে খাপখাইয়ে নেওয়ার জন্য প্রথমে ইংল্যান্ডের সাসেক্সে ১০ দিনের অনুশীলন ক্যাম্প করবেন ক্রিকেটাররা। এরপর সেখান থেকে চলে যাবেন আয়ারল্যান্ডে। ত্রিদেশীয় সিরিজ শুরু হবে ১২ মে। শেষ হবে ২৪ মে। আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুটি করে ওয়ানডে ম্যাচ খেলবেন টাইগাররা। এরপর আবারও ইংল্যান্ডে ফিরবেন মাশরাফিরা। চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচেই স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। গ্রুপ পর্বে বাংলাদেশের পরের দুটি ম্যাচ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে। প্রতিপক্ষ দলগুলো শক্তিধর হলেও ভয় পাচ্ছেন না মাশরাফি। টাইগার ক্যাপ্টেন জানিয়েছেন, চ্যাম্পিয়ন্স ট্রফিতে কঠিন গ্রুপে পড়লেও ভালো কিছু করা অসম্ভব এমন নয়। আর ত্রিদেশীয় সিরিজে সব ম্যাচেই জিততে চান তিনি। তবে সবকিছু নির্ভর করবে ক্রিকেটারদের মানসিকতার ওপর। ক্রিকেটাররা মানসিকভাবে যতটা চাঙ্গা থাকবে ম্যাচের ফলও ইতিবাচক হবে।

সর্বশেষ খবর