বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

ডেভিড ক্যামেরন ঢাকায়

নিজস্ব প্রতিবেদক

ডেভিড ক্যামেরন ঢাকায়

সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন এখন ঢাকায়। প্রথমবারের মতো ব্যক্তিগত সফরে বাংলাদেশে এসেছেন তিনি। গত রাতে তিনি ঢাকা পৌঁছান। যুক্তরাজ্য ভিত্তিক একটি বেসরকারি সংস্থার আমন্ত্রণে তার এই সংক্ষিপ্ত সফর। ২৪ ঘণ্টারও কম সময়ের এই সফরে ব্যস্ত সময় পার করবেন তিনি। ব্রিটিশ সমর্থনে পরিচালিত প্রকল্প পরিদর্শন এবং প্রবৃদ্ধি সংক্রান্ত একটি গোলটেবিল বৈঠকে যোগদান তার সফরের উদ্দেশ্য। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, আজ সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। সপ্তাহ খানেক আগে ক্যামেরনের ব্যক্তিগত সহকারী চিঠি দিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গেও তার সাক্ষাৎ করার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে। এ ছাড়া পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে ক্যামেরনের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সফরে ডিএফআইডি বাংলাদেশ’র প্রজেক্ট পরিদর্শন করবেন ডেভিড ক্যামেরন। দারিদ্র্য দূরীকরণ এবং ধারণযোগ্য উন্নয়ন নিয়ে কাজ করে এই প্রতিষ্ঠানটি। এই প্রকল্পের আওতায় তিনি ঢাকার একটি গার্মেন্টস প্রতিষ্ঠান ঘুরে দেখতে পারেন বলে জানা গেছে। এরপর দুপুরে হোটেল ওয়েস্টিনে ইন্টারন্যাশনাল গ্রোথ সেন্টারের আয়োজনে একটি গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করার কথা রয়েছে তার। সেখানে প্রবৃদ্ধির উন্নয়ন, বাংলাদেশের অগ্রগতি বিষয়ে আলোচনা হবে। এই গোলটেবিল বৈঠকে অর্থনীতিবীদসহ সুশীল সমাজের ব্যক্তিরাও উপস্থিত থাকবেন। লন্ডনের স্কুল অব ইকোনমিক্সকে কেন্দ্র করে পরিচালিত গ্রোথ সেন্টারে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়েরও অংশীদারিত্ব রয়েছে। আর এসব কর্মসূচি শেষে আজই ঢাকা ত্যাগ করবেন ডেভিড ক্যামেরন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর