সোমবার, ১ মে, ২০১৭ ০০:০০ টা

বার্লিন চার্টার উদ্বোধনে ইউনূস

নিজস্ব প্রতিবেদক

বার্লিন চার্টার উদ্বোধনে ইউনূস

নোবেলজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে সঙ্গে নিয়ে জার্মান কেন্দ্রীয় অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন মন্ত্রী ড. গার্ড মুলার ‘বার্লিন চার্টার’ উদ্বোধন করলেন। ‘ওয়ান ওয়ার্ল্ড নো হাঙ্গার : ফিউচার অব দ্য রুরাল ওয়ার্ল্ড’-এর ভিত্তিতে রচিত এই চার্টার গত ২৮ এপ্রিল বার্লিনে অনুষ্ঠিত এ বিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী পর্বের উদ্বোধন করা হয়। গতকাল রাজধানীর ইউনূস সেন্টার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। জার্মান মন্ত্রীর সঙ্গে সংবাদ সম্মেলনে যোগদানকারী প্রফেসর ইউনূস উপস্থিত সাংবাদিকদের কাছে চার্টারটি এবং আফ্রিকান দেশগুলোতে এই চার্টার বাস্তবায়নে তার সম্ভাব্য ভূমিকা ব্যাখ্যা করেন। ড. ইউনূস বার্লিন চার্টারের খসড়া তৈরির উদ্দেশে গঠিত উপদেষ্টা কমিটির সদস্য ছিলেন। এই চার্টারে যেসব বিষয়ের ওপর জোর দেওয়া হয়েছে সেগুলো হলো— ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য নির্মূল, তরুণ উদ্যোক্তা ও কর্মসংস্থান, নারীর অংশগ্রহণ, কৃষি উৎপাদনকারীদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নির্ধারণে তরুণ সমাজ, সামাজিক ব্যবসা, ক্ষুদ্রঋণ এবং প্রযুক্তির ভূমিকা। এই চার্টার জি ২০-এর জার্মান প্রেসিডেন্সির একটি অংশ যা আফ্রিকার গ্রামাঞ্চলে তরুণদের ভবিষ্যতের ওপর জোর দিচ্ছে। বার্লিনে অবস্থানকালে প্রফেসর ইউনূস আরও অনেক বৈঠক ও সম্মেলনে যোগ দেন। এদের একটি ছিল তরুণ ধনী উদ্যোক্তাদের একটি সভায় যোগদান, যেখানে তিনি যাদের সামাজিক ব্যবসায় বিনিয়োগ করতে ও সামাজিক ব্যবসা ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড গড়ে তুলতে আহ্বান জানান। এ ছাড়া তিনি তারই তত্ত্বে উদ্বুদ্ধ হয়ে গঠিত সামাজিক ব্যবসা ‘ইমপ্যাক্ট হাব’-এর তরুণ উদ্যোক্তাদের সঙ্গেও বৈঠক করেন। ২০০৯ সালে ভিয়েনায় প্রতিষ্ঠিত ইমপ্যাক্ট হাব বর্তমানে পৃথিবীর ৯৫টি নগরীতে কাজ করছে।

সর্বশেষ খবর