বুধবার, ৩ মে, ২০১৭ ০০:০০ টা

তারেকসহ ৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

গাজীপুর প্রতিনিধি

সরকারবিরোধী আন্দোলন চলাকালে গাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ ও ভাঙচুরের অভিযোগে ২০১৫ সালে গাজীপুরে করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। একই সঙ্গে বিএনপির আরও আট নেতা-কর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. ফজলে এলাহী ভূঁইয়া এ পরোয়ানা জারি করেন। গাজীপুর আদালতের পরিদর্শক মো. রবিউল ইসলাম গতকাল মামলার উদ্ধৃতি দিয়ে জানান, ২০১৪ সালের ৫ জানুয়ারি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার গঠন করে। এর আগে-পরে অর্থের জোগান ও উসকানি দিয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। তিনি লন্ডনে অবস্থান করে ষড়যন্ত্রের মাধ্যমে গাজীপুরে নাশকতা, গাড়ি ভাঙচুর, গাড়িতে পেট্রলবোমা নিক্ষেপে সহায়তা করেন। সেখান থেকে তারেক রহমান নাশকতার জন্য নেতা-কর্মীদের নির্দেশ দেন। এর জের ধরে ২০১৫ সালের ২১ জানুয়ারি গাজীপুরের মণিপুর খাসপাড়ার তারেক জিয়া মোড় এলাকায় বিএনপির নেতা-কর্মীরা রাস্তা অবরোধ করে। এ সময় তারা একটি বাসে কেরোসিন ও পেট্রল ঢেলে অগ্নিসংযোগ করে। এ ঘটনায় জয়দেবপুর থানার এসআই দিলীপ চন্দ্র সরকার বাদী হয়ে ১৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৪০-৪৫ জনকে আসামি করে মামলা করেন। একই বছরের ২৫ আগস্ট তারেক রহমানসহ বিএনপির ৩২ নেতা-কর্মীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। এরপর দীর্ঘদিন মামলা চলাকালে আসামিরা পলাতক থাকায় ৩০ এপ্রিল আদালত তারেক রহমানসহ নয়জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।

প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ : এদিকে তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে আজ বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রদল। ছাত্রদলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ কর্মসূচির কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ দেশের সব জেলা, মহানগর ও বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে ছাত্রদল।

সর্বশেষ খবর