বুধবার, ৩ মে, ২০১৭ ০০:০০ টা

চাপ বেড়েছে গণমাধ্যমের ওপর

নিজস্ব প্রতিবেদক

চাপ বেড়েছে গণমাধ্যমের ওপর

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, বাংলাদেশে এখন নির্ভীক সাংবাদিকতা করা কঠিন। দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় গণমাধ্যম বিশেষ ভূমিকা রাখছে। অনেক প্রতিকূলতা সত্ত্বেও গণমাধ্যম এগিয়ে যাচ্ছে। গণমাধ্যমের ওপর অব্যাহতভাবে চাপ বাড়ছে। স্বাধীন ও বস্তুনিষ্ঠ গণমাধ্যমের জন্য দরকার উপযুক্ত পরিবেশ। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে গতকাল রাজধানীর টিআইবি কার্যালয়ে আয়োজিত এক সংলাপে তিনি এসব কথা বলেন। ‘এসডিজি-১৬ ও সুশাসন : সরকার, গণমাধ্যম ও জনগণ’ শীর্ষক সংলাপে সভাপতিত্ব করেন টিআইবির ট্রাস্টি বোর্ডের সদস্য ও সাবেক প্রধান নির্বাচন কমিশনার ড. এ টি এম শামসুল হুদা। ইফতেখারুজ্জামান বলেন, সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকারকে জনগণের সঙ্গে যোগাযোগ কার্যকরভাবে বৃদ্ধি করতে হবে। গণমাধ্যমের জন্য সহায়ক আইনি পরিবেশ নিশ্চিত করতে হবে। অনুষ্ঠানে নির্ধারিত আলোচক হিসেবে অংশগ্রহণ করেন গণমাধ্যম বিশ্লেষক মুহাম্মদ জাহাঙ্গীর, সাংবাদিক ও গবেষক আফসান চৌধুরী প্রমুখ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন টিআইবির উপ-নির্বাহী পরিচালক ড. সুমাইয়া খায়ের। মূল উপস্থাপনা তুলে ধরেন টিআইবির আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন বিভাগের পরিচালক ড. রিজওয়ান-উল-আলম। মূল উপস্থাপনায় বলা হয়, উল্লেখযোগ্য সংখ্যক সাংবাদিক নৈতিক মানদণ্ড অনুকরণ করে না। বাংলাদেশের গণমাধ্যম সর্বদা জনস্বার্থে পরিচালিত হয়, নাকি বাণিজ্যিক স্বার্থ রক্ষা করে সে বিতর্ক এখন জনমনে প্রবল হয়ে উঠেছে। কিছু ব্যতিক্রম ছাড়া সার্বিকভাবে গণমাধ্যমের মানের অবনতি হয়েছে। সভাপতির বক্তব্যে ড. এ টি এম শামসুল হুদা বলেন, সুশাসনবিষয়ক লক্ষ্য অর্জনে সরকার, গণমাধ্যম ও জনগণের মধ্যকার আন্তসম্পর্ক আরও সহনশীল হতে হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর