বুধবার, ৩ মে, ২০১৭ ০০:০০ টা

আন্দোলন না করলে সুষ্ঠু ভোট দেবে না

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

আন্দোলন না করলে সুষ্ঠু ভোট দেবে না

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে না পড়লে এ সরকার কোনো দিনও একটি সুষ্ঠু নির্বাচন দেবে না। আন্দোলন সংগ্রামের মধ্য দিয়েই এমন একটি নির্বাচন আনতে হবে যেখানে জনগণ নিজের ভোট নিজে দিতে পারবে। তিনি সোমবার বিকালে স্থানীয় ফুলবাড়িয়া কনভেনশন সেন্টারে জেলা বিএনপি আয়োজিত কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, জেল, জুলুম, খুন, গুম, গ্রেফতার হামলা, মামলা বন্ধ না করলে দেশ থেকে পালানোর পথ পাবেন না। সময় এসেছে নব্য বাকশালের পতন ঘটিয়ে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়াসহ গণতন্ত্র পুনরুদ্ধারের। আওয়ামী লীগের পায়ের নিচে মাটি নেই। দেশ দুই ভাগে বিভক্ত। একদিকে আওয়ামী লীগ ও আরেক দিকে সারা দেশ। জেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম খোকনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির উপদেষ্টামন্ডলীর সদস্য সাবেক সচিব মুশফিকুর রহমান, উকিল আবদুস সাত্তার ভূইয়া, সৈয়দ এ কে এম একরামুজ্জামান, সাংগঠনিক সম্পাদক কুমিল্লা বিভাগ কর্নেল আনোয়ারুল আজিম (অব.), অর্থ বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।

সর্বশেষ খবর