বৃহস্পতিবার, ৪ মে, ২০১৭ ০০:০০ টা

৪৭ এমপির নামে বরাদ্দ ফ্ল্যাট বাতিল খালি করার নির্দেশ

আহমদ সেলিম রেজা

মন্ত্রী ও এমপিরা নিজের নামে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ের ন্যাম ভবনের এমপি ফ্ল্যাট বরাদ্দ নিয়ে সেখানে কাজের লোক, ড্রাইভার, কর্মচারী ও আত্মীয়স্বজনকে থাকতে দেওয়ায় বাতিল করা হয়েছে ৪৭টি ফ্ল্যাটের বরাদ্দ। একই সঙ্গে এসব ফ্ল্যাটের মালিক এমপিদের ফ্ল্যাটগুলো খালি করে দেওয়ার নির্দেশ দিয়েছে সংসদীয় কমিটি। সংসদ ভবনে গতকাল অনুষ্ঠিত সংসদ কমিটির ১১তম বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে কমিটির সভাপতি ও সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। তদন্তে ন্যাম ফ্ল্যাটের ছয়টি ভবনের কোন এমপির বাসায় কারা থাকেন এর বিস্তারিত প্রতিবেদন হাতে পাওয়ার পর কমিটি প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে এ সিদ্ধান্ত নেয়। এর মধ্যে দুজন মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রীর ফ্ল্যাটে কেউ থাকেন না। ফ্ল্যাটগুলো বন্ধ থাকে। এ জন্য ফ্ল্যাটগুলো খালি করে দেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। সাত দিনের মধ্যে তাদের নোটিস করার জন্য বলা হয়েছে। এর আগে কমিটি ফ্ল্যাটগুলো ছাড়ার নির্দেশ দিলেও মাত্র চারজন এতে সাড়া দিয়েছিল।

জানা যায়, এমপিদের নামে ছয়টি ন্যাম ভবনে ২৯২টি ফ্ল্যাট বরাদ্দ দিয়েছে সংসদ সচিবালয়। এ জন্য একজন এমপিকে ১ হাজার ৮০০ বর্গফুটের ফ্ল্যাটের জন্য মাসিক ভাড়া দিতে হয় ৬০০ টাকা। এ ছাড়া ১ হাজার ২০০ বর্গফুট ফ্ল্যাটের জন্য দিতে হয় মাসিক ৪০০ টাকা। কিন্তু এসব ফ্ল্যাটে নিজেরা না থেকে অবৈধভাবে অন্যদের থাকতে দেওয়া হয়। এ নিয়ে একাধিকবার তদন্ত করে সংসদীয় কমিটি। পরে কমিটি ওই সব ফ্ল্যাট ছাড়ার নির্দেশ দিলেও আজ পর্যন্ত চারজন ছাড়া কেউ ছাড়েননি। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ওই সব ফ্ল্যাট ছাড়তে হবে বলে জানিয়ে দিয়েছেন। কমিটির বৈঠকে উত্থাপিত তালিকা অনুযায়ী, ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আলী আজীমের ১/৫০২ নম্বর ফ্ল্যাটে থাকেন তার ব্যক্তিগত সহকারী। ফেনী-২ আসনের এমপি নিজাম উদ্দিন হাজারীর ১/৬০১ নম্বর ফ্ল্যাটে থাকেন তার কাজের লোক। গাইবান্ধার-৩ আসনের এমপি ইউনুস আলী সরকারের ১/৬০৪ নম্বর ফ্ল্যাটে থাকেন এলাকার লোকজন। চুয়াডাঙ্গা-২ আসনের আলী আসগরের ১/৭০৩২ নম্বর, নেত্রকোনা-২ আসনের এমপি ওয়ারেস হোসেন বেলালের ২/১০২ নম্বর ও সুনামগঞ্জ-১ আসনের এমপি মোয়াজ্জেম হোসেন রতনের ২/৩০১ নম্বর ও সংরক্ষিত মহিলা আসন-৪০ এমপি লুতফা তাহেরের ২/৬০১ নম্বর ফ্ল্যাটে থাকেন তাদের কাজের লোক। রাজশাহী-৫ আসনের এমপি আবদুল ওয়াদুদের ১/৯০২ নম্বর, চট্টগ্রাম-৪ আসনের এমপি দিদারুল আলমের ২/১০৪ নম্বর, যশোর-১ আসনের এমপি আফিল উদ্দিনের ২/১০৪ নম্বর ও নরসিংদী-২ আসনের এমপি কামরুল আশরাফ খানের ২/৫০৪ নম্বর, লালমনিরহাট-৩ আসনের এমপি আবু সালেহ মোহাম্মদ সাইদ দুলালের ২/৭০১ নম্বর ও কুমিল্লা-২ আসনের এমপি মোহাম্মদ আমির হোসেনের ২/৭০৩ নম্বর ফ্ল্যাটে থাকেন তাদের ব্যক্তিগত সহকারী। রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলীর ১/৭০২ নম্বর ও রাজশাহী-৪ আসনের এমপি এনামুল হকের ২/৪০৪ নম্বর ফ্ল্যাটে থাকেন তাদের অফিসের লোক। ৩ নম্বর ভবনে মহিলা সংসদ সদস্য শিরিন নাইমের ৩/১০২ নম্বর ফ্ল্যাটে থাকেন তার গাড়িচালক। বাগেরহাট-১ আসনের এমপি হেলাল উদ্দীনের ৩/৩০৪ নম্বর, মহিলা এমপি কাজী রোজীর ৩/৪০১ নম্বর, মহিলা এমপি লায়লা আরজুমান বানুর ৩/৮০৩ নম্বর ও বেগম মেরিনা রহমানের ৩/৬০৪ নম্বর ফ্ল্যাটে থাকেন তাদের ব্যক্তিগত সহকারী। ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের এমপি উবায়দুল মোকতাদির চৌধুরীর ৩/৯০২ নম্বর ফ্ল্যাটে থাকেন অফিসের লোক। ৪ নম্বর ভবনে  মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী এবং ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের এমপি মোহাম্মদ ছায়েদুল হকের ৪/১০২ নম্বর ফ্ল্যাটে কেউ থাকেন না। ময়মনসিংহ-১১ আসনের এমপি ডা. এম আমানউল্লাহর ৪/১০৪ নম্বর ও শরীয়তপুর-২ আসনের এমপি শওকত আলীর ৪/২০৪ নম্বর ফ্ল্যাটে থাকেন তাদের আত্মীয়স্বজন। বরিশাল-৪ আসনের এমপি পঙ্কজ দেবনাথের ৪/২০৩ নম্বর ফ্ল্যাটে থাকেন তার ব্যক্তিগত সহকারী। লক্ষ্মীপুর-৪ আসনের এমপি মো. আবদুল্লাহর ৪/৪০৩ নম্বর ফ্ল্যাটে থাকেন তার ব্যক্তিগত লোকজন। নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের ৪/৪০৪ নম্বর ফ্ল্যাটে কেউ থাকেন না। পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং ৪/৬০১ নম্বর ফ্ল্যাটে নিজে বসবাস করেন না। ৫ নম্বর ভবনে  টাঙ্গাইল-৭ আসনের এমপি মো. একাব্বর হোসেনের ৫/২০১ নম্বর ফ্ল্যাটে তার ব্যক্তিগত সহকারী ও ড্রাইভার বসবাস করেন। এইচ এম ইব্রাহীমের ৫/৬০৪ নম্বর, রাজশাহী-১ আসনের এমপি ওমর ফারুক চৌধুরীর ৫/২০৪ নম্বর ও বরিশাল-৫ আসনের এমপি বেগম জেবুন্নেছা আফরোজের ৫/৭০২ নম্বর ফ্ল্যাটে বসবাস করেন তাদের ব্যক্তিগত সহকারী। ৬ নম্বর ভবনে মুন্সীগঞ্জ-৩ আসনের এমপি মৃণাল কান্তি দাসের ৬/২০১ নম্বর, ভোলা-২ আসনের এমপি আলী আজমের ৬/২০৩ নম্বর ও ময়মনসিংহ-৮ আসনের এমপি ফখরুল ইসলামের ৬/৪০৪ নম্বর ফ্ল্যাটে থাকেন তাদের ব্যক্তিগত লোকজন। ঢাকা-১৩ আসনের এমপি জাহাঙ্গীর কবির নানকের ফ্ল্যাট নম্বর ৬/৫০২। সেখানে তিনি থাকেন না। তবে লোকজনের সঙ্গে সেখানে সাক্ষাৎ করেন। ভোলা-৩ আসনের এমপি নুরুন্নবী চৌধুরী শাওনের ৬/৫০৩ নম্বর ও চট্টগ্রাম-১০ আসনের এমপি মো. আফছারুল আমীনের ৬/৬০৩ নম্বর ফ্ল্যাটে থাকেন তাদের ব্যক্তিগত সহকারী। নোয়াখালী-৬ আসনের এমপি বেগম আয়েশা ফেরদৌস তার ৬/৬০৪ নম্বর ফ্ল্যাটে বসবাস করেন না। খুলনা-২ আসনের এমপি মুহাম্মদ মিজানুর রহমান তার ৬/৮০২ নম্বর ফ্ল্যাটে মাঝেমধ্যে আসেন। বরগুনা-১ আসনের এমপি ধীরেন্দ্র চন্দ্র দেবনাথ তার ৬/৪০৩ নম্বর ফ্ল্যাটে আসা-যাওয়া করেন। নড়াইল-২ আসনের এমপি শেখ হাফিজুর রহমানের ৬/৮০৪ নম্বর ফ্ল্যাটে তার আত্মীয়স্বজন থাকেন। কমিটির সদস্য ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. তাজুল ইসলাম চৌধুরী, মো. আবদুস শহীদ, নূর-ই-আলম চৌধুরী, জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি, পঞ্চানন বিশ্বাস, খালিদ মাহমুদ চৌধুরী, মো. আসলামুল হক ও তালুকদার মো. ইউনুস বৈঠকে অংশ নেন।

সর্বশেষ খবর