সোমবার, ৮ মে, ২০১৭ ০০:০০ টা

৫৮ দলের নতুন জোটের ঘোষণা দিলেন এরশাদ

নিজস্ব প্রতিবেদক

ইসিতে নিবন্ধিত দুটি দল ও দুটি রাজনৈতিক জোটের সমন্বয়ে সম্মিলিত জাতীয় জোট (ইউএনএ) নামের একটি জোট গঠনের ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। এ জোটে মোট ৫৮টি দল রয়েছে। সংখ্যার বিচারে এটা এখন দেশের সবচেয়ে বড় রাজনৈতিক জোট। জোটের চেয়ারম্যান এইচ এম এরশাদ। গতকাল জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এরশাদ নতুন এ জোটের ঘোষণা দেন। এই জোটে আছে জাতীয় পার্টি ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট এবং দুটি জোট জাতীয় ইসলামী মহাজোট ও বাংলাদেশ জাতীয় জোট (বিএনএ)। এর মধ্যে প্রথম দুটি দল নিবন্ধিত। ইসলামী মহাজোটে আছে ৩৪টি ইসলামী দল আর বিএনএতে আছে ২২টি দল। সব       মিলিয়ে এরশাদের নেতৃত্বাধীন সম্মিলিত জাতীয় জোটের অন্তর্ভুক্ত দলের সংখ্যা ৫৮টি। জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার জোটের প্রধান মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন। সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান আল্লামা এমএম মান্নান, জাতীয় ইসলামী মহাজোটের চেয়ারম্যান আলহাজ আবু নাসের ওয়াহেদ ফারুক ও বাংলাদেশ জাতীয় জোটের  চেয়ারম্যান সেকান্দার আলী মনি। জোটের সমন্বয়কারী সুনীল শুভ রায়, সহ-সমন্বয়কারী এস এম মুশফিকুর রহমান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাপা কো-চেয়ারম্যান জিএম কাদের, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, অধ্যাপক দেলোয়ার হোসেন খান, সাহিদুর রহমান টেপা, এম ফয়সল চিশতী, তাজ রহমান, এ কে এম আশরাফুজ্জামান খান প্রমুখ। নতুন জোটের ঘোষণা দিয়ে এরশাদ বলেন, রাজনৈতিক নীতি ও আদর্শের দিক থেকে আমরা সবাই স্বাধীনতার চেতনা, ইসলামী মূল্যবোধ তথা সব ধর্মের প্রতি সমান দৃষ্টিভঙ্গি নিয়ে বাংলাদেশি জাতীয়তাবাদ আদর্শের অনুসারী এবং ধারক ও বাহক। আমাদের অঙ্গীকার আছে, এ জোটে কোনো স্বাধীনতাবিরোধী শক্তির জায়গা হবে না। এরশাদ বলেন, জোট গঠনের জন্য তারা দুইভাবে জোটের শরিক নির্বাচনের নীতি গ্রহণ করেছেন। যেসব দল নির্বাচন কমিশনে নিবন্ধিত তারা সরাসরি জোটের শরিক হিসেবে থাকবে। যেসব দল নিবন্ধনের জন্য আবেদন করেছে কিংবা নিবন্ধিত হওয়ার অপেক্ষায় আছে, তাদের সমন্বয়ে মোর্চা বা জোট গঠন করে সেই জোটকে শরিক হিসেবে বৃহত্তর জোটে অন্তর্ভুক্ত করা হয়েছে। এরশাদ দাবি করেন, জোটের বাইরে থাকা আরও দুটি নিবন্ধিত দলের সঙ্গে তাদের কয়েক দফা বৈঠক হয়েছে। তারাও জোটে অন্তর্ভুক্ত হওয়ার জন্য প্রাথমিকভাবে সিদ্ধান্তের কথা জানিয়েছে। এরশাদ বলেন, জাতীয় পার্টির পক্ষে তিনি, ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান এম এ মান্নান, জাতীয় ইসলামী মহাজোটের চেয়ারম্যান আবু নাছের ওয়াহেদ ও বিএনএর চেয়ারম্যান সেকেন্দার আলী নতুন জোটের ঘোষণাপত্রে সই করেন।

প্রেস ক্লাবে শোডাউন : এরশাদের নতুন জোটের আত্মপ্রকাশ উপলক্ষে জাতীয় প্রেস ক্লাব এলাকায় ব্যাপক শোডাউন করেছে এমপি সৈয়দ আবু হোসেন বাবলাসহ জাপার সহযোগী সংগঠনগুলো। বেলা ১১টার দিকে বাবলার নির্বাচনী এলাকা শ্যামপুর কদমতলী থেকে বাবলার নেতৃত্বে সহস াধিক লোকের একটি মিছিল আসার পর প্রেস ক্লাব এলাকায় উৎসবের আমেজ সৃষ্টি হয়। এর আগে সকাল সাড়ে ৯টার পর থেকে জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন থানা থেকে নেতা-কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে প্রেস ক্লাব এলাকায় জড়ো হতে থাকে। এ ছাড়া জাতীয় যুব সংহতি ও জাতীয় ছাত্র সমাজ ও বাংলাদেশ ইসলামী ফ্রন্টের নেতা-কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

সর্বশেষ খবর