বুধবার, ১০ মে, ২০১৭ ০০:০০ টা
ফেসবুকে জে. মাসুদের মেয়ে

সাদমান সাকিফ আমার ভাই নন

প্রতিদিন ডেস্ক

রাজধানীর বনানীর একটি হোটেলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে ধর্ষণের ঘটনায় গণমাধ্যমে নাম আসা সাদমান সাকিফের সঙ্গে পিকাসো রেস্টুরেন্টের মালিক লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন আহমেদের পরিবারের সঙ্গে কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন সাবেক এই সেনা কর্মকর্তার মেয়ে তাসনিয়া মাসুদ। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইংরেজিতে লেখা এক স্ট্যাটাসের মাধ্যমে সাদমান সাকিফ যে লে. জে. (অব.) মাসুদের ছেলে নন তা নিশ্চিত করেন তিনি। ফেসবুকে ইংরেজিতে লেখা তাসনিয়ার সেই স্ট্যাটাসে বলা হয়, ‘বনানীতে ধর্ষণের ঘটনা নিয়ে সামান্য কিছু অনলাইন পোর্টালে প্রকাশিত প্রতিবেদনের দিকে আমাদের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। এসব প্রতিবেদনে বলা হয়েছে অপরাধীদের একজন সাদমান সাকিফ পিকাসো রেস্টুরেন্টের মালিক আমার বাবা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদের সন্তান।’ ‘আমি লে. জে. মাসুদের সবচেয়ে ছোট মেয়ে এবং আমি নিশ্চিত করছি, আমার একমাত্র ভাই আলবাব মাসুদ গত আট বছর ধরে অস্ট্রেলিয়াতে বসবাস করে আসছে।’ লে. জে. মাসুদের মেয়ে তাসনিয়া আরও লেখেন, ‘সাদমান সাকিফ কোনোভাবেই আমাদের পরিবারের সঙ্গে সম্পৃক্ত নন। তিনি রেগনাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হোসেন জনির একমাত্র ছেলে। তিনি নিজেও রেগনাম গ্রুপের একজন পরিচালক। এই গ্রুপের ভবনটি পিকাসোর পাশেই অবস্থিত।’ বিষয়টি পরিষ্কার করার জন্য তাসনিয়া মাসুদ সাদমান সাকিফের প্রোফাইল লিংকটি প্রকাশ করে দেন।

 

সর্বশেষ খবর