বুধবার, ১০ মে, ২০১৭ ০০:০০ টা

আর্থিক খাতে ঝুঁকি বাড়বে

নিজস্ব প্রতিবেদক

আর্থিক খাতে ঝুঁকি বাড়বে

ব্যাংক কোম্পানি আইন সংশোধন করে বেসরকারি ব্যাংকে পারিবারিক আধিপত্য বাড়ানোর যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা শুধু ব্যাংক খাতে নয় দেশের পুরো আর্থিক খাতে ঝুঁকি বাড়িয়ে দেবে বলে মনে করেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সরকারের এমন সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করেছে টিআইবি। উল্লেখ্য, একই পরিবারের সর্বোচ্চ চারজন বেসরকারি ব্যাংকের পরিচালক হতে পারবেন এমন বিধান যুক্ত করে ব্যাংক কোম্পানি আইনের সংশোধনীর খসড়া গত সোমবার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বিবৃতিতে ইফতেখারুজ্জামান বলেন, ব্যাংকিং খাতে ক্ষমতার অপব্যবহার ও যোগসাজশের মাধ্যমে অনিয়ন্ত্রিত ঋণ খেলাপি, জালিয়াতি ও দুর্নীতির কারণে জনগণের আমানতের অর্থ ব্যাপকভাবে ঝুঁকির সম্মুখীন। অন্যদিকে এ খাতের সুশাসনের অবক্ষয়ের জন্য দায়ী বিশেষ মহলের নিকট সরকারের দৃশ্যমান জিম্মি অবস্থা অর্থনীতির জন্য অশনি সংকেত।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর