বৃহস্পতিবার, ১১ মে, ২০১৭ ০০:০০ টা

এফবিআই প্রধানকে সরালেন ট্রাম্প

এফবিআই প্রধানকে সরালেন ট্রাম্প

সম্পর্কটা মাঝে একটু ভালো হয়েছিল। কিন্তু রাশিয়ার সঙ্গে মার্কিন নির্বাচনের আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আঁতাত ছিল, সেই তদন্ত করছেন তিনি। বলা হচ্ছে মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইর পরিচালক জেমস কমির কথা। তাকে শেষ পর্যন্ত বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। যদিও তাকে বরখাস্ত করার এখতিয়ার ট্রাম্পের আছে কিনা তা নিয়ে বিতর্ক রয়েছে। হিলারি ক্লিনটনের ইমেইল সংক্রান্ত তদন্ত করছিলেন এফবিআইর প্রধান জেমস কমি। আর তাতে ওই তদন্তে কমির গলদ ছিল বলে অভিযোগ করে বরখাস্ত করা হয়েছে বলে প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষ থেকে দাবি করা হয়েছে। অ্যাটর্নি জেনারেল জেফ সেশনসের সুপারিশের ভিত্তিতে প্রেসিডেন্ট ওই সিদ্ধান্ত নিয়েছেন বলে হোয়াইট হাউস জানিয়েছে। কিন্তু ডেমোক্রেটদের দাবি, প্রেসিডেন্ট নির্বাচনের সময় ট্রাম্পের প্রচার এবং তাতে রাশিয়ার ভূমিকা নিয়ে তদন্ত করছিল এফবিআই। আর সে কারণেই তাকে সরানো হলো। এখন সেই তদন্তের কী হবে তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে ডেমোক্রেটরা। বছর চারেক আগে এফবিআইর প্রধান হিসেবে দায়িত্ব নেন কমি। তার মেয়াদ শেষ হওয়ার আরও ৬ বছর বাকি ছিল। এর আগেও কমিকে নিয়ে ব্যাপক বিতর্ক হয়েছে। সম্প্রতি হিলারি ক্লিনটন তার পরাজয়ের জন্য কমিকে দায়ী করেন। গত সপ্তাহে কংগ্রেসের কাছে দেওয়া বক্তব্যে কমি ত্রুটিপূর্ণ তথ্য দিয়েছেন বলে খবর বের হয়। এরপরই ট্রাম্পের দফতর থেকে কমিকে বরখাস্তের চিঠি পাঠানো হয়। সেখানে প্রেসিডেন্ট ট্রাম্প লেখেন, এফবিআইর মতো প্রতিষ্ঠান ঠিকভাবে পরিচালনা করতে ব্যর্থ কমি। মার্কিন গোয়েন্দা সংস্থায় নতুন নেতৃত্বের প্রয়োজন রয়েছে বলে বিচার বিভাগ মনে করে। আর এ ক্ষেত্রে বিচার বিভাগের সঙ্গে একমত প্রেসিডেন্ট ট্রাম্প।

তবে গোয়েন্দা প্রধানের এমন আকস্মিক অপসারণে আলোচনার ঝড় উঠেছে ওয়াশিংটনজুড়ে। এফবিআইর অন্য সিনিয়র গোয়েন্দারা জানিয়েছেন, আগে থেকে তাদের কোনো ইঙ্গিত দেওয়া হয়নি। তবে কমির পর এফবিআইর দায়িত্ব কার হাতে যাচ্ছে, তার ওপর অনেক কিছুই নির্ভর করছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের মত।  এএফপি, বিবিসি।

সর্বশেষ খবর