সোমবার, ১৫ মে, ২০১৭ ০০:০০ টা

বিএনপি-জামায়াতকে ছাড় দেওয়া হবে না

রফিকুল ইসলাম রনি

বিএনপি-জামায়াতকে ছাড় দেওয়া হবে না

শিরীন আখতার

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাধারণ সম্পাদক শিরীন আখতার বলেছেন, জঙ্গির সঙ্গী বিএনপি-জামায়াত জোটকে ছাড় দেওয়া হবে না। যারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, ২৫ মার্চের গণহত্যা, ৩০ লাখ শহীদের সংখ্যা নিয়ে প্রশ্ন তোলে, যারা যুদ্ধাপরাধীদের রক্ষা করতে চায়—তাদের  শেকড় উপড়ে ফেলতে হবে। তা না হলে জঙ্গিবাদ ও সন্ত্রাস নিঃশেষ হবে না। এই লড়াই আমাদের চালিয়ে যেতে হবে। বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ক্ষমতাসীন ১৪-দলের অন্যতম শরিক জাসদের এ নেত্রী বলেন, ‘জঙ্গিবাদ শুধু বাংলাদেশের নয়, বৈশ্বিক সমস্যা। বিভিন্ন দেশে এর প্রভাব পড়েছে। এখানে দেখতে হবে, সরকার জঙ্গিবাদ-সন্ত্রাস নির্মূলে কতটুকু সফল? প্রশাসনিকভাবে অনেকটাই সফল। কিন্তু আদর্শিক জায়গা, সামাজিক মূল্যবোধ বিবেচনায় সামগ্রিকভাবে জাতীয় চেতনা ও ঐক্য আরও ক্ষুরধার করার প্রয়োজনীয়তা রয়েছে। আর এই জঙ্গি-সন্ত্রাস মোকাবিলায় বিএনপি-জামায়াত জোটকে ছাড় দেওয়ার কোনো জায়গা নেই।’ আগামী নির্বাচন জাসদ একক নাকি জোটগতভাবে করবে জানতে চাইলে শিরীন আখতার বলেন, ‘বর্তমানে যে অবস্থায় রয়েছি (১৪-দলীয় জোট) সে অবস্থায়ই যাব। এখন জঙ্গি-সন্ত্রাসের বিরুদ্ধে একটা যুদ্ধ চলছে। মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা এগোচ্ছি। ১৪-দলীয় আদর্শিক জোটকে শক্ত হাতে ধরে রাখার দায়িত্ব আমাদের।’ ফেনী-১ আসনের এই এমপি বলেন, ‘সরকার অনেক উন্নয়ন করছে। এর পথে যেসব বাধা সেগুলো অতিক্রম করাই বড় চ্যালেঞ্জ। সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে থাকাটাও চ্যালেঞ্জের। এগুলো মোকাবিলা করে একটি সমাজতান্ত্রিক দেশ গড়া এবং বৈষম, শোষণহীন সমাজে উত্তরণের লড়াই চালিয়ে যাচ্ছি। এক্ষেত্রে যে কোনো ধরনের ষড়যন্ত্র মোকাবিলা আমাদের প্রধান কাজ।’ সংরক্ষিত নারী আসন পদ্ধতি রাখা না রাখা প্রসঙ্গে তিনি বলেন, ‘নারীকে পুরুষের পাশাপাশি সমক্ষমতায় নিয়ে আসার জন্য আরও কিছু দিন এটা রাখা প্রয়োজন। তবে সরাসরি নির্বাচন— বহুদিন ধরেই নারী আন্দোলনের দাবি। নারীরা এখন পিছিয়ে নেই। সব ক্ষেত্রে তারা যোগ্যতার পরিচয় দিচ্ছে। অনেকে সে কারণে সংরক্ষিত নীতিটি বাদ দিয়ে সাধারণ ৩০০ আসনেই নারীর অংশগ্রহণ বৃদ্ধির পক্ষে বলছেন।’ ভাস্কর্য ইস্যুতে শিরীন আখতার বলেন, ‘এ নিয়ে তর্কবিতর্কের জায়গা নেই। বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্যের আবহমানকাল ধরে ভাস্কর্যের প্রচলন রয়েছে। ধর্মীয় উন্মাদনার সামনে বিচলিত হওয়ার কিছু নেই। দেশের সংস্কৃতির ধারা রক্ষা করেই এগিয়ে যেতে হবে।’ আগামী সংসদ নির্বাচনে দুই খণ্ড জাসদ এক হতে পারে কিনা, এমন প্রশ্নে তিনি বলেন, ‘নির্বাচনের আগে পরে বলে নয়, যে কোনো সময় ঐক্যের প্রশ্নটি বিবেচনা করা যেতে পারে।’ শিরীন আখতার বলেন, ‘প্রত্যেক রাজনৈতিক দলই নির্বাচনের প্রচারণা এরই মধ্যে শুরু করেছে। আমরাও প্রচার-প্রচারণা শুরু করেছি।’ আসন ভাগাভাগি নিয়ে জাসদ সাধারণ সম্পাদক বলেন, ‘এখনো আলোচনার সময় আসেনি। ১৪-দলীয় জোটের বৈঠকে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।’

সর্বশেষ খবর