সোমবার, ১৫ মে, ২০১৭ ০০:০০ টা

মাথাপিছু আয় ১৬০২ ডলার ছাড়াবে

নিজস্ব প্রতিবেদক

মাথাপিছু আয় ১৬০২ ডলার ছাড়াবে

চলতি অর্থবছরে মাথাপিছু আয় ১ হাজার ৬০২ ডলারে উন্নীত হবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। গতকাল জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের (এনইসি) সভায় পরিকল্পনামন্ত্রী মাথাপিছু আয়ের এই হিসাব সম্পর্কে অবহিত করেন। গত অর্থবছরে (২০১৫-১৬) দেশে বার্ষিক মাথাপিছু আয়ের পরিমাণ ছিল ১ হাজার ৪৬৬ ডলার। পরিকল্পনা কমিশনে এনইসি সম্মেলনকক্ষে সভায় জিডিপি প্রবৃদ্ধির সাময়িক হিসাব তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী। তিনি জানান, চলতি অর্থবছরে মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি ৭ দশমিক ২৪ শতাংশ হবে বলে সাময়িক হিসাব দিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। পরিকল্পনামন্ত্রী বলেন, বিশ্বব্যাপী মন্দার পর মাত্র দুটি দেশ— বাংলাদেশ ও ভারত ৭ শতাংশের ওপরে প্রবৃদ্ধি অর্জন করেছে। এ কারণে বিশ্বব্যাংকও এখন বাংলাদেশের প্রবৃদ্ধি প্রাক্কলনের বিষয়ে অনেক উদার হয়েছে।

সর্বশেষ খবর