সোমবার, ১৫ মে, ২০১৭ ০০:০০ টা

দায়িত্ব নিলেন ফ্রান্সের নয়া প্রেসিডেন্ট

দায়িত্ব নিলেন ফ্রান্সের নয়া প্রেসিডেন্ট

ফ্রান্সের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন এমানুয়েল মাক্রোঁ। গতকাল দেশটির প্রেসিডেন্টের বাসভবন এলিসি প্রাসাদে বিদায়ী প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ মাক্রোঁর কাছে ক্ষমতা হস্তান্তর করেন। এর আগে এলিসি প্রাসাদে বিদায়ী প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের সঙ্গে এক বৈঠকে বসেন নতুন প্রেসিডেন্ট। রয়টার্স জানিয়েছে, ওই বৈঠকে পারমাণবিক অস্ত্র পরিচালনার গোপন কোড হস্তান্তরসহ বেশ কিছু বিষয় নিয়ে দুজনের মধ্যে আলোচনা হয়েছে। ধারণা করা হচ্ছে, আজই ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রীকে নিয়োগ দেওয়া হবে এবং আগামীকাল দেশটির নতুন সরকার গঠন করা হবে। ৩৯ বছর বয়সী মাক্রোঁ মূলধারার রাজনৈতিক দলগুলোর প্রার্থীকে পরাজিত করে ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচিত হন। দিগ্বিজয়ী বীর নেপোলিয়নের পর মাক্রোঁই হলেন দেশটির সবচেয়ে তরুণ নেতা। অভিষেক ভাষণে প্রেসিডেন্ট মাত্রেঁদ্ধা ফ্রান্সের সমাজে বিদ্যমান বিভেদ দূর করার প্রতিশ্রুতি দিয়ে শক্তিশালী ফ্রান্স গড়ার প্রত্যয় জানিয়েছেন। তিনি বলেন, ‘আমাদের সমাজে বিদ্যমান বিভাজন ও ভাঙন অবশ্যই কাটিয়ে উঠতে হবে। ফ্রান্স এ পর্যন্ত যা ছিল তার চেয়ে শক্তিশালী এক ফ্রান্সকে বিশ্বের ও ইউরোপের দরকার, যে ফ্রান্স স্বাধীনতা ও সংহতির জন্য উঁচু গলায় কথা বলতে পারবে।’ তিনি জানান, তার প্রশাসনের আমলে শ্রমবাজার নমনীয় করে তোলা হবে, কোম্পানিগুলোকে কার্যকর করার জন্য ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তোলা হবে এবং প্রেসিডেন্ট হিসেবে তার পদক্ষেপের মূলে থাকবে ‘নতুন ধ্যানধারণা’। এএফপি, বিবিসি

সর্বশেষ খবর