মঙ্গলবার, ১৬ মে, ২০১৭ ০০:০০ টা

সাইবার হামলা বাংলাদেশে, ক্ষতিগ্রস্ত ৩০ কম্পিউটার

নিজস্ব প্রতিবেদক

বিশ্বের যে ১৫০টি দেশে হ্যাকারদের চালানো সাইবার হামলায় প্রায় ২ লাখ কম্পিউটার আক্রান্ত হয়েছে, সেই তালিকায় বাংলাদেশের কমপক্ষে ৩০টি কম্পিউটার থাকার তথ্য জানিয়েছে একটি বেসরকারি সংস্থা।

ক্রাইম রিসার্চ অ্যান্ড এনালাইসিস ফাউন্ডেশন (ক্রাফ) সংস্থার উপদেষ্টা তানভীর হাসান জোহা বলেছেন, বিশ্বব্যাপী র‌্যানসমওয়্যার হামলার মধ্যে বাংলাদেশের অন্তত ৩০টি কম্পিউটার আক্রান্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তিরাই ই-মেইলের মাধ্যমে ক্রাফকে বিষয়টি অবহিত করেছেন। তিনি বলেন, এটা অবশ্য প্রকৃত চিত্র নয়। সংখ্যা এর বেশিও হতে পারে। হামলার শিকারদের মধ্যে দুটি বেসরকারি টেলিভিশনও রয়েছে। বেশ কিছু প্রতিষ্ঠান সুনাম ক্ষুণ্নের ভয়ে আক্রান্ত হওয়ার পরও বিষয়টি প্রকাশ করছে না। এদিকে বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়, ম্যালওয়্যারটেক নামে যে প্রতিষ্ঠানটির হিটম্যাপ আন্তর্জাতিক গণমাধ্যমগুলো ব্যবহার করছে, সেখানে আক্রান্ত ১৫০টি দেশের মধ্যে বাংলাদেশও আছে বলে পরিলক্ষিত হয়েছে। অবশ্য এতে বাংলাদেশকে চিহ্নিত করা হয়েছে নীল রং দিয়ে, যার অর্থ হামলার তীব্রতা খুবই কম। সর্বাধিক আক্রান্ত দেশগুলো হলুদ বা কমলা রঙে দেখানো হয়েছে। কিন্তু বাংলাদেশে কারা এসব হামলার শিকার হয়েছে- তা জানা কঠিন। কারণ আতঙ্ক সৃষ্টির ভয়ে আক্রান্ত প্রতিষ্ঠানগুলো এ ব্যাপারে কড়া গোপনীয়তা বজায় রাখছে।

সর্বশেষ খবর