মঙ্গলবার, ১৬ মে, ২০১৭ ০০:০০ টা

ঢাকাকে বদলাতে কাজ করছি

নিজস্ব প্রতিবেদক

ঢাকাকে বদলাতে কাজ করছি

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক বলেছেন, দায়িত্ব গ্রহণের দুই বছরে দৃশ্যমান উন্নয়নে ঢাকাকে বদলাতে কাজ করছি। ৩০ ভাগের মতো করতে পেরেছি, অনেক কাজ চলমান রয়েছে এবং কিছু পরিকল্পনাধীন রয়েছে। তিনি গতকাল রাজধানীর একটি হোটেলে বিভিন্ন গণমাধ্যমের শীর্ষ ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন। মেয়র উল্লেখ করেন, ‘এক বছরের মধ্যে মেয়র জাদুবিদ্যায় সবকিছু পাল্টে দিতে পারবে না। আর বরাদ্দের সব টাকাও একবারে পাওয়া যায় না। সেটাও বছর অনুপাতে আসে। তবে মেয়রের পাশে থাকলে, সাহায্যের হাত বাড়ালে আশা করছি ভিন্ন ঢাকা উপহার দিতে পারব।’ অবৈধ স্থাপনা উচ্ছেদ একটি বড় চ্যালেঞ্জ ছিল— উল্লেখ করে মেয়র বলেন, ‘দুই বছরে ৪৫০টির মতো বাড়ি, ২ হাজার ৭৬৭টি অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ সময়ে উদ্ধার করা হয়েছে ৩ লাখ ৩০ হাজার বর্গফুট সড়ক। বিভিন্ন এলাকা থেকে এক লাখ ৭৫ হাজার অবৈধ ব্যানার-ফেস্টুন সরানো হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের এসব ব্যানার ফেস্টুন তুলে দেওয়া অনেক কঠিন ছিল। ব্যানার-ফেস্টুন লাগানোর দায়ে কয়েকজনের বিরুদ্ধে মামলাও করা হয়েছে।’ মশার আক্রমণের কথা উল্লেখ করে আনিসুল হক বলেন, ‘মশার আক্রমণ ঠেকাতে খুব বেগ পেতে হচ্ছে। আগে যে ওষুধ একবার ছিটানো হতো এখন তা তিনবার করে পরীক্ষা করি। কিন্তু মশা কমাতে পারছি না। মেয়রের বাড়িতেও মশার আক্রমণ হয়।’ দুই বছরে উন্নয়ন বিবরণের পাশাপাশি ভবিষ্যৎ পরিকল্পনা উল্লেখ করে মেয়র বলেন, ‘৩২টি পার্ক ও খেলার মাঠ উন্নয়নের জন্য একনেকে ২৭৯ কোটি টাকার ডিপিপি পাস হয়েছে। আগামী অর্থবছরে এক হাজার কোটি টাকার রাস্তা, নর্দমা এবং ফুটপাথ নির্মাণ পরিকল্পনা রয়েছে। এর পাশাপাশি রাস্তার ধারের দেওয়াল অঙ্কন করে দেশের ইতিহাস এবং ঐতিহ্য তুলে ধরা হবে।’মতবিনিময় সভায় দ্য ডেইলি অবজারভারের সম্পাদক ও প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, দৈনিক কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, একুশে টেলিভিশনের প্রধান নির্বাহী মনজুরুল আহসান বুলবুল, চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, সময় টেলিভিশনের বার্তা প্রধান তুষার আবদুল্লাহসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর