শুক্রবার, ২৬ মে, ২০১৭ ০০:০০ টা

আচরণবিধি পরিপন্থী শাস্তিযোগ্য অপরাধ

------ আলী ইমাম মজুমদার

আচরণবিধি পরিপন্থী শাস্তিযোগ্য অপরাধ

সরকারি কর্মচারীদের দলবাজি আচরণবিধি পরিপন্থী ও শাস্তিযোগ্য অপরাধ বলে  মন্তব্য করেছেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার। তিনি বলেন, এর ফলে জনপ্রশাসনের ‘চেইন অব কমান্ড ভেঙে পড়ছে। ক্ষতি হচ্ছে রাষ্ট্র ও জনগণের। উদাহরণ টেনে তিনি বলেন, দেখা যায়, কোনো একজন যুগ্ম সচিব মন্ত্রীর সঙ্গে বেশ ঘনিষ্ঠ। তিনি আর অন্য কাউকে তোয়াক্কা করছেন না। একইভাবে এক সচিবের যখন প্রধানমন্ত্রীর কার্যালয়ের কারও সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকে, তিনি আর কোনো মন্ত্রী পর্যন্ত তোয়াক্কা করেন না। নিজের সহকর্মীকে তো দূরের কথা। এতে কাজের চরম বেঘাত ঘটে।’ আলী ইমাম মজুমদার বলেন, ‘সরকারি দায়িত্বে থেকে কোনো দলের প্রতি উপযাজক হয়ে কাজ করা কোনোভাবেই উচিত নয়। এটা অনৈতিক ও বিধি-বহির্ভূত। তবে দুঃখজনক, যারা (রাজনৈতিক সরকার) শাস্তি দেওয়ার কথা, তারাই এতে আনন্দ পাচ্ছে। আমলাদের উৎসাহিত করে। সরকারি দলের লোকজন ভাবেন, প্রজাতন্ত্রের এসব কর্মকর্তা-কর্মচারী তাদের লোক। এভাবে একটি দেশ চলতে পারে না। এতে ক্রমান্বয়ে দেশের শাসন ব্যবস্থা দুর্বল হয়ে পড়ছে। এ নিয়ে শক্তিশালী আইনও আছে। এখন প্রয়োজন সেই আইনের প্রয়োগ।’ সাবেক এই মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘যারা রাজনৈতিক ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসেন তাদের উচিত, যোগ্যতার ভিত্তিতে প্রশাসনে কাজের পরিবেশ সৃষ্টি করা। এতে সরকারেরই বেশি লাভ। সরকারি কর্মচারীদেরও ভাবা উচিত, তারা চাকরি করছেন প্রজাতন্ত্রের, কোনো মন্ত্রী-এমপি বা ব্যক্তি বিশেষের নয়। প্রজাতন্ত্রের শাসক হিসেবে জনগণ যাদের নির্বাচিত করে পাঠাবে, তাদের আইনানুগ সিদ্ধান্ত বাস্তবায়নের দায়িত্ব কর্মচারীদের। এর বাইরে নয়।’

সর্বশেষ খবর