শুক্রবার, ২৬ মে, ২০১৭ ০০:০০ টা

সমাজের সর্বত্র অরাজকতা

নিজস্ব প্রতিবেদক

সমাজের সর্বত্র অরাজকতা

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, দেশের শিক্ষাব্যবস্থা ধ্বংসের পথে। শিক্ষক ক্লাস নেওয়ার সময় ছাত্ররা পেছনে বসে ইন্টারনেটে পর্নো ছবি দেখে। খুনিরা বীরদর্পে ঘুরে বেড়াচ্ছে। ধর্ষণকারীরা দাম্ভিকতা করছে। লোডশেডিং, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি। সমাজের সর্বত্রই চলছে অরাজকতা। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে শরিয়াহ আন্দোলন বাংলাদেশ আয়োজিত ‘নৈতিকতা বিবর্জিত সমাজ ব্যবস্থাই সকল সন্ত্রাসের জন্মদাতা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আয়োজক সংগঠনের আমির মুফতি রফিকুন্নবী হক্কানীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন জাপা প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সল চিশতি, জাতীয় ইসলামী মহাজোটের চেয়ারম্যান আবু নাছের ওয়াহেদ ফারুক, মাওলানা আবদুল লতিফ চৌধুরী, মাওলানা মুহাম্মদ মাসুম বিল্লাহ, ফকরুল আহসান শাহাজাদা প্রমুখ। এইচ এম এরশাদ বলেন, শিশুরাও মোবাইল আর ফেসবুকে আসক্ত। ইন্টারনেট আর ফেসবুক বন্ধ করতে হবে। যে পথে শিশুরা ধাবিত হচ্ছে তা জাতির জন্য অশনি সংকেত। শিক্ষকরা ছাত্রদের দিয়ে নকল করায়। গরু হোক আর গাধা হোক জিপিএ-৫ পেতে হবে। সর্বত্রই অব্যবস্থাপনা চলছে। জোটের সমালোচনাকারীদের উদ্দেশে এরশাদ বলেন, ছোট গাছে বাতাস লাগে না, বড় গাছে বাতাস লাগে। অনেকে বাতাস দেওয়ার চেষ্টা করছেন। মনে রাখতে হবে, বড় গাছে বাতাস লাগে কিন্তু ঢাল ভেঙে না। তিনি বলেন, সব ইসলামী দল এখনো আমাদের সঙ্গে আসেনি। এখনো দ্বিধা-দ্বন্দ্ব। কীসের দ্বিধা? আমি ইসলামের জন্য অনেক কিছু করেছি। দেশকে সামাজিক অবক্ষয় থেকে রক্ষা করতে এবং ইসলাম প্রতিষ্ঠা করতে আমাদের নেতৃত্বে বাকি ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হন। এরশাদ বলেন, আজ ইসলামের কথা বললে, কুরআন-রসুলের কথা বললে আমরা মৌলবাদী। নাস্তিকরা যদি নবী-রসুলের বিরুদ্ধে কথা বলে তারা মৌলবাদী নয়। ওয়ারী থানার কমিটি ঘোষণা : জাপা ঢাকা মহানগর দক্ষিণের ওয়ারী থানা কমিটি ঘোষণা করা হয়েছে। এস এম দেলোয়ার সেন্টুকে সভাপতি, খুরশীদ আলম নোমানীকে সাধারণ সম্পাদক, আবু নাসের ছিদ্দিক সিনিয়র সহ-সভাপতি, মো. মোস্তফাকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট ওয়ারী থানা পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর