শুক্রবার, ২৬ মে, ২০১৭ ০০:০০ টা

জাইকার সহযোগিতা বন্ধ হবে না

জাইকার সহযোগিতা বন্ধ হবে না

বাংলাদেশের উন্নয়নে জাপান কখনো সহযোগিতা বন্ধ করবে না বলে জানিয়েছেন দেশটির আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকার প্রেসিডেন্ট শিনিচি কিতাওকা। গণভবনে গত রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ কথা বলেন তিনি। সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশ ও জাপানের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজ করছে এবং জাইকা তাদের সহযোগিতা বন্ধ করবে না।’ গত বছর জুলাইয়ে গুলশানের  জঙ্গি হামলায় যে ১৭ বিদেশি নিহত হন তার মধ্যে ৭ জন ছিলেন জাপানের নাগরিক। নিহত ওই ৭ জাপানি ঢাকায় জাইকার একাধিক উন্নয়ন প্রকল্পে কাজ করছিলেন। ওই হামলার পর বাংলাদেশে যে নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে, তাতে জাইকার প্রেসিডেন্ট সন্তোষ প্রকাশ করেছেন বলে জানান ইহসানুল করিম। ‘বাংলাদেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে, তাতে তারা সন্তুষ্ট।’ সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে সর্বস্তরের জনগণকে সম্পৃক্ত করতে বাংলাদেশ সরকারের উদ্যোগেরও প্রশংসা করেন জাইকার প্রেসিডেন্ট। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন শিনিচি কিতাওকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘সন্ত্রাসীরা সন্ত্রাসী, তাদের কোনো সীমানা নেই। দেশে নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের সব প্রচেষ্টা অব্যাহত আছে।’     —বিডিনিউজ।

সর্বশেষ খবর