শুক্রবার, ২৬ মে, ২০১৭ ০০:০০ টা

খুলনায় বিএনপি নেতা ও দেহরক্ষীকে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন মিঠুকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রাত সোয়া ১০টার দিকে ফুলতলা উপজেলা সদরে এ ঘটনা ঘটে। এ সময় মিঠুর দেহরক্ষী নওশের আলীও গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে রাত সাড়ে ১২টার দিকে নওশের মারা যান। ঘটনার পর ফুলতলা উপজেলা সদরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আলাউদ্দিন সরদার মিঠু (৪৫) রাতে ফুলতলা উপজেলার নতুনহাট বাজারে নিজ ব্যবসায়িক কার্যালয়ে বসে কাজ করছিলেন। রাতে সোয়া ১০টার দিকে দুটি মোটরসাইকেলে আসা পাঁচ যুবক কার্যালয়ে প্রবেশ করেই এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। এতে মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান মিঠু। এ সময় গুলিবিদ্ধ হয়ে আহত হন নওশের গাজী (৪০) নামের মিঠুর দেহরক্ষী। হত্যাকাণ্ড শেষে অস্ত্রধারী দুর্বৃত্তরা মোটরসাইকেলে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয় বাসিন্দারা আহত নওশের গাজীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। রাতেই তার দেহে অস্ত্রোপচার করা হয়। কিন্তু রাত সাড়ে ১২টার দিকে মারা যান তিনি। নিহত মিঠু খুলনা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং ফুলতলা উপজেলা বিএনপির সভাপতি। এক সময় তিনি উপজেলা চেয়ারম্যান ছিলেন। এর আগে একাধিকবার মিঠুকে হত্যার চেষ্টা করা হয়।  ২০১০ সালের ৯ মার্চ মিঠুর ওপর বোমা হামলা হয়েছিল। তার বাবা শিল্পপতি আবুল কাশেম সরদার এবং বড় ভাই সাবেক ইউপি চেয়ারম্যান আবু সাঈদ বাদল সরদারও দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছিলেন।

সর্বশেষ খবর