বৃহস্পতিবার, ৮ জুন, ২০১৭ ০০:০০ টা

ইরানের পার্লামেন্ট ও খমনির সমাধিতে গুলি, নিহত ১২

প্রতিদিন ডেস্ক

ইরানের পার্লামেন্ট ও দেশটির ইসলামী শাসনতন্ত্রের প্রণেতা আয়াতুল্লাহ খোমেনির মাজারে গতকাল সশস্ত্র হামলা হয়েছে। এসব হামলায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৪৮ জন। নিহতদের মধ্যে ১১ জন পার্লামেন্ট ভবনে অন্যজন খোমেনির মাজারে নিহত হয়। এ ছাড়া ছয় হামলাকারীর সবাই প্রাণ হারিয়েছে। ইরানের জরুরি চিকিৎসা বিষয়ক সংস্থার কর্মকর্তা পির হোসেন কুলিভান্দ এ তথ্য জানিয়েছেন। তিনি আরও বলেছেন, আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সারা দেশের হাসপাতালগুলোকে প্রস্তুত রাখা হয়েছে। ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, সংসদ ভবন ও মাজার এলাকায় সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান শেষ হয়েছে। দুপুরের পর পর্যন্ত সংসদে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত ছিল। সংসদ ভবনে হামলাকারী চার সন্ত্রাসীই নিহত হয়েছে। এর মধ্যে তিনজন ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির সদস্যদের গুলিতে প্রাণ হারিয়েছে। অপর সন্ত্রাসী লক্ষ্য হাসিলে ব্যর্থ হয়ে আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়েছে। এ ছাড়া ইমাম খোমেনির মাজারে হামলাকারী দুই সন্ত্রাসীও প্রাণ হারিয়েছে। এর মধ্যে একজন আত্মঘাতী বিস্ফোরণে এবং অপর সন্ত্রাসী নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছে। এদিকে হামলা দুটির দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় জানিয়েছে, এরই মধ্যে নিরাপত্তা বাহিনী একটি ‘সন্ত্রাসী দল’কে আটক করেছে। দলটি তৃতীয় একটি হামলার পরিকল্পনা করছিল। তারা তা ভেস্তে দিয়েছে। প্রেসিডেন্ট হাসান রুহানির পুনর্নির্বাচিত হওয়ার এক মাসের কম সময়ের মধ্যে আজ (গতকাল) এসব হামলার ঘটনা ঘটল। পার্লামেন্ট সদস্য ইলিয়াস হাজরাতির বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের ওয়েবসাইটের খবরে বলা হয়, মধ্য তেহরানে পার্লামেন্ট ভবনে তিনজন বন্দুকধারী পার্লামেন্টে এ হামলা চালায়। একজনের হাতে পিস্তল ও দুজনের হাতে একে-৪৭ ছিল। আইআরআইবি জানায়, একজন হামলাকারীর গায়ে আত্মঘাতী ভেস্ট ছিল। তবে কয়েকটি বার্তা সংস্থা জানায়, সন্ত্রাসীরা গ্রেনেডের বিস্ফোরণ ঘটিয়েছে। কিছু গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আত্মঘাতী হামলাকারী একজন নারী ছিলেন। ইরানের ইংরেজি টেলিভিশন চ্যানেল প্রেস টিভি জানায়, পার্লামেন্টে গুলির ঘটনার প্রায় আধা ঘণ্টা পর কয়েক কিলোমিটার দূরে শহরের দক্ষিণে ১৯৭৯ সালে ইরানের ইসলামিক বিপ্লবে নেতৃত্ব দেওয়া আয়াতুল্লাহ খোমেনির সমাধিস্থল। সেখানে গুলির ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন সাধারণ মানুষ আহত হয়। আরেকজন জ্যেষ্ঠ কর্মকর্তা নাম না প্রকাশ করে বলেন, ‘পরিবেশ খুব থমথমে। কড়া নিরাপত্তার মধ্যেও চারজন সশস্ত্র ব্যক্তি কীভাবে পার্লামেন্টে ঢুকল?’ ইরানের টেলিভিশন জানায়, পার্লামেন্ট পুনরায় শুরু হয়েছে।

আইএসের দায় স্বীকার : আইএস পরিচালিত আমাক নিউজ এজেন্সির বরাত দিয়ে রয়টার্স জানায়, আইএস হামলা দুটির দায় স্বীকার করেছে। এক বিবৃতিতে সংস্থাটি জানায় আইএসের যোদ্ধারা খোমেনির মাজার ও ইরানের পার্লামেন্টে হামলা চালিয়েছে। আরেকটি বিবৃতিতে বলা হয়, খোমেনির মাজারে দুজন আত্মঘাতী হামলাকারী হামলা চালায়। এএফপি, বিবিসি

সর্বশেষ খবর