বৃহস্পতিবার, ৮ জুন, ২০১৭ ০০:০০ টা

৩০টির বেশি আসন পাবে না

নিজস্ব প্রতিবেদক

৩০টির বেশি আসন পাবে না

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নিরপেক্ষ নির্বাচন হলে আগামীতে ক্ষমতাসীন আওয়ামী লীগ ৩০টির বেশি আসন পাবে না। আওয়ামী লীগের পায়ের তলায় মাটি নেই এবং গণবিচ্ছিন্ন হয়ে  গেছে। তারা খুব ভালো করে জানে, যদি সহায়ক সরকার বা নিরপেক্ষ সরকারের অধীনে তারা নির্বাচন দেয়, তাতে সরকারের অপকর্মের বিরুদ্ধে জনগণ যে জবাব দেবে, কোনো দিনই তারা ৩০টার বেশি আসন পাবে না। নির্বাচন দিলেই দেখা যাবে, তারা কোথায় গিয়ে অবস্থান করছে। গতকাল রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে এক অনুষ্ঠান শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের জবাবে তিনি এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন। ঢাকেশ্বরী মন্দিরে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের উদ্যোগে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক প্রার্থনা সভায় জিয়ার আত্মার শান্তি কামনা করা হয়। হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক গৌতম চক্রবর্তীর সভাপতিত্বে ও অমলেন্দু দাশ অপুর পরিচালনায় এই প্রার্থনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সঞ্জীব চৌধুরী, অধ্যাপক সুকোমল বড়ুয়া, জয়ন্ত কুমার কুন্ডু, তরুণ দে, নুকুল চন্দ্র সাহা, জন গোমেজ, রমেশ দত্ত, সুশীল বড়ুয়া, দেবাশীষ রায় মধুসহ ছাত্রদলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এর আগে সকালে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আগামী নির্বাচন আওয়ামী লীগের হ্যাটট্রিক বিজয় ও বিএনপির হ্যাটট্রিক পরাজয় হবে। এর জবাবে মির্জা ফখরুল বলেন, প্রকৃতপক্ষে এখন সরকার দেশের যে অবস্থা  তৈরি করে ফেলেছে, তাতে দেশের মানুষ অপেক্ষা করছে একটা নিরপেক্ষ নির্বাচনের জন্য। সেখানেই তাদের সেই কথাগুলোর দাঁত ভাঙা জবাব দিয়ে দেবে জনগণ। আগামীতে সব দলের অংশগ্রহণে একাদশ জাতীয় সংসদ নির্বাচন হতে হবে বলে সরকারকে হুঁশিয়ারি দেন বিএনপির এই মুখপাত্র।  তিনি বলেন, দেশে বর্তমান কোনো সম্প্রদায়ের মানুষ ও তার সম্পত্তি নিরাপদ নয়। গণতন্ত্র ফিরিয়ে আনার সংগ্রামে সবাইকে একতাবদ্ধ হওয়ার আহ্বানও জানান তিনি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর