শনিবার, ১০ জুন, ২০১৭ ০০:০০ টা

দেশ ভয়ের চাদরে ঢেকে গেছে

নিজস্ব প্রতিবেদক

দেশ ভয়ের চাদরে ঢেকে গেছে

নাগরিক ঐক্যের আহ্বায়ক ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না বলেছেন, গোটা দেশ ভয়ের চাদরে ঢেকে গেছে। সরকার যা ইচ্ছা তাই করছে। গতকাল জাতীয় প্রেস ক্লাবে নাগরিক ঐক্য আয়োজিত বাজেট ২০১৭-১৮ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মান্না বলেন, ‘আমি দুই বছর জেলে থেকে বেরিয়ে দেখি গোটা দেশ ভয়ের চাদরে ঢেকে গেছে। সরকার যা খুশি তাই করেছে। এখন আর সরকার যা খুশি তাই করতে পারবে না। তিনি বলেন, এই সরকার অনির্বাচিত। এ কারণে কোনো জবাবদিহিতা নেই তাদের। যার ফলে এমন বাজেট পেশ করা হয়েছে। জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন বলেন, অর্থমন্ত্রী এই বাজেটকে তার জীবনের শ্রেষ্ঠ বাজেট বলেছেন। শ্রেষ্ঠ লুটের বাজেটকে যদি শ্রেষ্ঠ বলা হয়, তাহলে সরকারকে কী বলা যায়? বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, সরকার যদি মনে করে ২০১৪ সালে ভোটের দরকার হয়নি সে জন্য ২০১৮ সালেও ভোটের দরকার হবে না, তাহলে ভুল করবে। তিনি বলেন, এই বাজেটের মাধ্যমে সরকার মানুষকে স্বস্তির বদলে শাস্তি দিয়েছে। নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, অর্থনীতিবিদ আবু নাসের বকতিয়ার প্রমুখ।

 

সর্বশেষ খবর