শুক্রবার, ১৬ জুন, ২০১৭ ০০:০০ টা

চাপেই ভেঙে পড়ল বাংলাদেশ

ভারত ফাইনালে

মেজবাহ্-উল-হক, বার্মিংহাম থেকে

চাপেই ভেঙে পড়ল বাংলাদেশ

হলো না স্বপ্নপূরণ। সেমিতে ভারতের কাছে হেরে মাঠ ছাড়ছেন বিমর্ষ মাশরাফিরা

হতাশাজনক ব্যাটিংয়ের পর নখদন্তহীন বোলিং! ভারতের কাছে গতকাল পাত্তাই পেল না বাংলাদেশ। ৯ উইকেটে জিতে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠে গেল বর্তমান চ্যাম্পিয়নরা। ১৮ জুন ওভালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে ভারত।

প্রথমবারের মতো আইসিসির কোনো টুর্নামেন্টের সেমিফাইনালে খেলল বাংলাদেশ। হঠাৎ করে বড় ম্যাচের চাপটা যেন সহ্যই করতে পারেননি ক্রিকেটাররা। সে কারণেই ব্যাটসম্যানরা যেমন ব্যাটিংয়ে ভেঙে পড়লেন, তেমনি বোলাররাও হারিয়ে ফেললেন লাইনলেন্থ। এজবাস্টনের এই ‘তক্তা মার্কা’ উইকেটে প্রথম ব্যাটিং করে ৭ উইকেটে বাংলাদেশ করেছিল মাত্র ২৬৪ রান। এই ম্যাচেও ধারাবাহিকতা দেখিয়েছেন তামিম ইকবাল। খেলেছেন ৭০ রানের ইনিংস। ৬১ রান এসেছে মুশফিকের ব্যাট থেকে। তৃতীয় উইকেট জুটিতে ১২৩ রান। এই জুটিই বাংলাদেশকে বড় ইনিংসের স্বপ্ন দেখিয়েছিল। কিন্তু তামিম আউট হওয়ার পর বদলে যায় ম্যাচের চিত্র। দ্রুতই সাজঘরে ফিরে যান মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান। ১৫৪/২ থেকে হঠাৎ বাংলাদেশের স্কোর হয়ে যায় ১৭৯/৫। মাত্র ২৫ রানের মধ্যে সেরা তিন উইকেট হারায় বাংলাদেশ। শেষ পর্যন্ত বাংলাদেশের স্কোর ২৬৪ হয়েছে মাশরাফির হার না মানা ৩০ রানের ইনিংসের জন্য।  গতকাল তামিম ও মুশফিকের মতো নিজেকে মেলে ধরতে পারেননি সাকিব। মাহমুদুল্লাহ রিয়াদও ব্যর্থ। সাকিব করেছেন ১৫ আর মাহমুদুল্লাহ ২১। দুজনেই দারুণ শুরু করেছিলেন। এ ম্যাচে ব্যর্থ ওপেনার সৌম্য সরকার ও তিন নম্বরে ব্যাট করতে নামা সাব্বির রহমান। কাল সৌম্য রানের খাতাই খুলতে পারেননি, আর সাব্বির দারুণ শুরু করেও ১৯ রান করে আউট হয়েছেন বাজে শট খেলে। বাংলাদেশের ব্যাটসম্যানদের দুর্দশার চিত্র পরিষ্কার বোঝা যায় স্কোর বোর্ডের দিকে তাকালে। তামিম-মুশফিকের সেঞ্চুরি জুটির পর দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ রান আসে সর্বশেষ অষ্টম উইকেটে ব্যাট করা মাশরাফি ও তাসকিনের জুটি থেকে। ব্যাটসম্যানের হতাশার দিনে ব্যর্থ বাংলাদেশের বোলাররাও। মুস্তাফিজ-তাসকিনদের বেদম প্রহার করে ৫৯ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে ভারত।  সেঞ্চুরি করেছেন রোহিত শর্মা। খেলেছেন অপরাজিত ১২৩ রানের ইনিংস। কোহলি করেছেন অপরাজিত ৯৬ রান। তবে সেমিফাইনালে ভারতের বিরুদ্ধে লড়াই জমিয়ে তুলতে না পারলেও একটা বারতা দিয়ে রাখলেন মাশরাফিরা। আইসিসির সর্বশেষ টুর্নামেন্টে (২০১৫ বিশ্বকাপ) কোয়ার্টার ফাইনালে উঠেছিল বাংলাদেশ। এবার সেমিফাইনাল থেকে বিদায়। সামনের আসরে কি তবে মিশন শিরোপা (২০১৯ ইংল্যান্ড বিশ্বকাপ)!

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর