শুক্রবার, ১৬ জুন, ২০১৭ ০০:০০ টা

আদালতে খালেদা জিয়া দুই মামলার পরবর্তী শুনানি ২২ জুন

নিজস্ব প্রতিবেদক

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার পরবর্তী শুনানির জন্য ২২ জুন তারিখ ধার্য হয়েছে। আসামি পক্ষের সময় আবেদন মঞ্জুর করে গতকাল ঢাকা বিশেষ জজ আদালত-৫-এর বিচারক মো. আক্তারুজ্জামান এ দিন ধার্য করেন। এর আগে এই বিশেষ জজ আদালতে হাজির হন খালেদা জিয়া। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক হারুন অর রশীদকে আংশিক জেরা করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবী আবদুর রেজ্জাক খান। পরে আইনজীবী আবদুর রেজ্জাক খান অসুস্থতার জন্য আংশিক জেরার পর সময়ের আবেদন করেন। এ ছাড়া জিয়া অরফানেজ ট্রাস্ট মামলাটি হাই কোর্টে বিচারাধীন থাকায় খালেদা জিয়ার আত্মপক্ষ শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করা হয়। দুই মামলায় সময়ের আবেদন মঞ্জুর করে পরবর্তী শুনানির জন্য আদালত নতুন দিন ধার্য করে। মামলা দুটি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। জিয়া অরফানেজ ট্রাস্টের দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগ এনে খালেদা জিয়াসহ ছয়জনের বিরুদ্ধে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় আরও একটি মামলা করে দুদক। ২০১০ সালের ৮ আগস্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে অর্থ লেনদেনের অভিযোগে খালেদা জিয়াসহ চারজনের নামে তেজগাঁও থানায় এ মামলা করে দুদক।

সর্বশেষ খবর