শুক্রবার, ১৬ জুন, ২০১৭ ০০:০০ টা

এনডিএর পছন্দ সুষমা স্বরাজ

দীপক দেবনাথ, কলকাতা

এনডিএর পছন্দ সুষমা স্বরাজ

ভারতের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজকেই পরবর্তী রাষ্ট্রপতি পদে প্রার্থী করতে চলেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার। বিজেপি ও আরএসএস-ঘনিষ্ঠ তিনটি সূত্রের তরফে এমনটাই খবর। বিজেপি ও আরএসএস সূত্রে খবর, রাষ্ট্রপতি হওয়ার জন্য যেসব গুণ থাকা উচিত, তার সবটাই রয়েছে ৬৫ বছর বয়সী সুষমার মধ্যে। সঙ্ঘ পরিবারও চাইছে সুষমাই হোন পরবর্তী রাষ্ট্রপতি। আর সে কারণেই এনডিএ মনোনীত রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে তাদের প্রথম পছন্দ সুষমা স্বরাজ। রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে ঐকমত্যে পৌঁছাতে আগামীকালই বিরোধী দলগুলোর সঙ্গে বসতে চলেছে বিজেপির তিন সদস্যের এক প্রতিনিধি দল। বিজেপির প্রতিনিধি দলে রয়েছেন সিনিয়র নেতা ও কেন্দ্রের তথ্যসম্প্রচারমন্ত্রী ভেঙ্কাইয়া নাইডু, স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এবং অর্থ ও প্রতিরক্ষামন্ত্রী অরুণ জেটলি। বিরোধীদের তরফে ওই বৈঠকে থাকবেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ও সীতারাম ইয়েচুরি। ওই বৈঠকেই বিজেপির তরফে সুষমার নাম প্রস্তাব করা হবে বলে খবর। তবে সুষমার পাশাপাশি লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন, মণিপুরের রাজ্যপাল নাজমা হেপতুল্লাহ, ঝাড়খণ্ডের রাজ্যপাল দ্রৌপদী মুর্মুর নামও দেশের পরবর্তী রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে এনডিএর তালিকায় রয়েছে। তবে লালকৃষ্ণ আদভানি ও মুরলিমনোহর যোশীর মতো বিজেপির সিনিয়র নেতারা এ তালিকায় থাকলেও বাবরি মসজিদ ধ্বংসের ঘটনায় তাদের বিরুদ্ধে চার্জ গঠনের পরই বাতিল হয়ে যায় তাদের নাম। সাতবারের সাংসদ এবং তিনবারের বিধায়ক সুষমা স্বরাজ প্রথম থেকেই জনতা পার্টির সঙ্গে রয়েছেন। স্বয়ংসেবক ও দলের কঠোর অনুশাসনের মধ্যেই বড় হয়েছেন। বিপদগ্রস্ত ভারতীয়দের সহায়তায় হাত বাড়িয়ে দিয়ে ইতিমধ্যেই সামাজিক যোগাযোগের বন্ধু হিসেবে পরিচিত হয়ে উঠেছেন সুষমা। উল্লেখ্য, ১৭ জুলাই হবে রাষ্ট্রপতি পদে ভোট গ্রহণ। সকাল ১০টায় শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত চলবে ভোট। ২০ জুলাই ভোট গণনা। বেলা ১১টায় শুরু হবে গণনা। ওইদিনই জানা যাবে ভারতের পরবর্তী রাষ্ট্রপতি কে হতে চলেছেন।

সর্বশেষ খবর