শনিবার, ১ জুলাই, ২০১৭ ০০:০০ টা

বিশ্বস্বীকৃত গ্রন্থে নাম দেশের জন্য বিরাট অর্জন

নিজস্ব প্রতিবেদক

বিশ্বস্বীকৃত গ্রন্থে নাম দেশের জন্য বিরাট অর্জন

সেলিনা হোসেন

যুক্তরাষ্ট্রের শিক্ষাবিদ ও মানবাধিকারকর্মী রিচার্ড ও’ব্রেইনের ‘নারী রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী’ শীর্ষক বইয়ে বর্তমানে বিশ্বের ১৮জন নারী নেতার সঙ্গে প্রধানমন্ত্রী শেখ  হাসিনার জীবন ইতিহাস ও গুরুত্বপূর্ণ অর্জন উল্লেখ করা হয়েছে। আর এই বিষয়টিকে দেশের জন্য ইতিবাচক ও বিরাট অর্জন বলে মন্তব্য করেছেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন। শেখ হাসিনা বলিষ্ঠ ভূমিকা রাখছেন বলেই বিদেশেও মানুষের কাছে এ ধরনের মূল্যায়ন পাচ্ছেন। দেশ ও রাষ্ট্রের জন্য বলিষ্ঠ ভূমিকা না রাখলে নিশ্চয়ই শেখ হাসিনাকে নিয়ে দেশের বাইরে এমন মূল্যায়ন করা হতো না। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে কথাসাহিত্যিক সেলিনা হোসেন এসব কথা বলেন।

তিনি বলেন, লেখক রিচার্ড ও’ব্রেইন তার জ্ঞান এবং জানার পরিধি থেকে বিচার ও মূল্যায়ন করে এই বইটি লিখেছেন। 

আর এই মূল্যায়নের জায়গায় লেখক যখন আমাদের প্রধানমন্ত্রীর নাম এনেছেন এবং তার জীবনের বিস্তারিত অংশ তুলে ধরেছেন তখন তা অবশ্যই দেশের জন্য ইতিবাচক পদক্ষেপ বলে বিবেচিত হবে। এর আগেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ইতিবাচক কর্মকাণ্ডের জন্য আন্তর্জাতিকভাবে বিভিন্ন স্বীকৃতি পেয়েছেন। এমন অনেক পদক্ষেপের কথা আমরা জানি।  ‘নারী রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী’ শীর্ষক বইয়ে বিশ্বের অন্য নারী নেতাদের সঙ্গে শেখ হাসিনার স্থান পাওয়ার বিষয়টিকে সেলিনা হোসেন ইতিহাসের প্রেক্ষাপট বলে মন্তব্য করেন। শুধু শেখ হাসিনা নয়, এই বইয়ে তার পারিবারিক পটভূমিকার কথাও উল্লেখ করা হয়েছে। এতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে। এ জন্য বিষয়টিকে এই কথা সাহিত্যিক এক ধরনের ইতিহাসের প্রেক্ষাপট বলছেন। তিনি বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়েছিলাম, তার অনুপ্রেরণায় ও রাজনৈতিক প্রজ্ঞায় বাঙালি জাতি উপমহাদেশের বড় মানচিত্রে বাংলাদেশ নামক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করতে পেরেছে। এটি অবশ্যই বিশাল ব্যাপার। আর এই বিষয়গুলো নিয়ে যারা বই প্রকাশ করছেন এবং পাঠকদের সামনে বাংলাদেশের ইতিহাস তুলে ধরছেন তারা অনেক বড়মাপের কাজ করছেন। বহির্বিশ্বে এজন্য বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হচ্ছে। কারণ এর মাধ্যমে উন্নয়নশীল ও ছোট যে রাষ্ট্র আছে তারা বঙ্গবন্ধু এবং তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নেতৃত্ব ও আদর্শের জায়গা থেকে দেখার সুযোগ পাবেন। তবে এই কথাসাহিত্যিক বলেন, আমি শুধু নারী নেতৃত্বের জায়গা থেকে শেখ হাসিনার অর্জনকে বিচার করতে চাই না। নেতৃত্বের জায়গা থেকেই তাকে মূল্যায়ন করতে চাই। এর সঙ্গে ‘নারী’ শব্দটি যুক্ত করতে চাই না। আমরা তাকে নেতৃত্বের জায়গা থেকে দেখতে চাই। শুধু নারী হিসেবে প্রধানমন্ত্রী লিঙ্গ বৈষম্যের শিকার হবেন এমনটি কখনোই কাম্য নয়।

সর্বশেষ খবর