মঙ্গলবার, ৪ জুলাই, ২০১৭ ০০:০০ টা

হতাশা ব্যক্ত অ্যাটর্নি জেনারেলের

নিজস্ব প্রতিবেদক


হতাশা ব্যক্ত অ্যাটর্নি জেনারেলের

সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে ন্যস্ত করে আনা সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণার রায় আপিল বিভাগে বহাল থাকার ঘটনায় হতাশ হয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। রায়ের পর তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি অত্যন্ত হতাশ। আইন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে রিভিউয়ের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। এ রায়ে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনর্বহাল হয়নি, শূন্যতা বিরাজ করছে।’ তিনি বলেন, ‘আমাদের যে আশা ছিল, স্বপ্ন ছিল সংবিধানের মূল অনুচ্ছেদ ৯৬-তে ফিরে যাব, সেটা আর হলো না। আমি অত্যন্ত দুঃখ অনুভব করছি। হতাশ হয়েছি।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর